ফটো এডিটিং বলতে ফটোর মধ্য বিভিন্ন ধরনের এফেক্ট যেমন- ব্যাকগ্রাউন্ড, টেক্সট, border, লাইট, শেডো, ইত্যাদি ইত্যাদি এফেক্ট। ছবির বিভিন্ন এফেক্ট বা বিভিন্ন ধরনের মুভমেন্টের জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি। যেমন বহুল পরিচিত সফটওয়্যার গুলির মধ্যে -GIMP,Paint.NET,PhoXo, Funny Photo Maker, Photo Pos Pro, PhotoScape, Photoshop ইত্যাদি।তারমধ্যে সবচেয়ে ব্যবহিত এবং জনপ্রিয় সফটওয়্যার টি হল ফোটোসপ। আর এই ফোটোসপ
হচ্ছে তার কঠিন সমাধান। কারণ
অনেকের কাছে এটি অনেক কঠিন এবং ঝামেলার। তাই সহজে ফোটো এডিট করা, টেক্স
লাগানো, নানান
রকম এফেক্ট দেয়া সহ ফোটো এডিটিং এর দরকারি অনেক কাজ করতে গুগল এর ফোটো এডিটিং
সফটওয়্যার Picasa এর জুড়ি নেই। এর সাহায্যে আপনি একই
ছবির অনেক রকম এফেক্ট দিতে পারবেন। এছাড়াও এর মধ্যে Photo Viewer নামে একটি সুন্দর পিকচার ভিউয়ার আছে। যেটি অন্যান্য ইমেজ ভিউয়ার এর চেয়ে হাজার গুণ ভালো এবং সুন্দর। বিভিন্ন রকম এফেক্ট দেওয়া সহ ফোটো এডিটিং, ফটো online store, ব্লগ সংযুক্ত করন ইত্যাদি, এ রকম অনেক অনেক দরকারি কাজ করতে গুগল এর ফোটো এডিটিং
সফটওয়্যার Picasa এর জুড়ি নেই।তাই, একবার পরখ করেই দেখুন, আশা করি ভাল লাগবে। কারণ উইন্ডোজ ইমেজ ভিউয়ার এর চেয়ে হাজার গুণ সুন্দর। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। কিংবা Download now নিচের ছবিতে ক্লিক করুন।
ডাউনলোড করার পর ইন্সটল করে নিন। ইন্সটল করার পর নিচের ছবির মতো আসবে।
এরপর Only search My Documents, My Picture,and the Desktop অথবা Search my whole computer for pictures ক্লিক করুন ।তার পর Continue এ ক্লিক করুন। এরপর নিচের ছবিটির মতো দেখতে পাবেন।
এরপর Select All অপশনে ক্লিক করার পর Finish অপশনে ক্লিক করুন। সবশেষে নিচের ছবিটির মতো দেখতে পাবেন।