Monday, October 27, 2014

নিরাপদে রাখুন এন্ড্রোয়েড ফোন Pocket Lock সফটওয়্যার দিয়ে একদম ফ্রী

বিজ্ঞান অসম্ভব কাজ কে আজ সম্ভব করে বিশ্বকে জয় করেছে। আমাদের যেখানে যে জিনিসের অভাব বা প্রয়োজন বোধ মনে হয় তখনি বিজ্ঞান সে কাজকে সহজ ও সরল করে দিয়েছে। তাই বিজ্ঞানকে বাদ দিয়ে এক মুহূর্ত ভাবা চলে না। তেমনি সময় অগ্রগতির সাথে সাথে বিজ্ঞান মানুষের কঠিন কাজকে নিজের মতো করে সমাধান করে দিচ্ছে। আর এই সকল সমস্যার সমাধান করে দিতেই বুঝি সফটওয়্যার এর আবির্ভাব । যেমন- ধরুন আপনি আপনার মোবাইল ফোন লক করতে ভুলে গেছেন তার ফলে আপনার মোবাইলে ফোন কোন কারনে চাপ পরে অন্য ব্যক্তির কাছে ফোন চলে গেছে। আপনি বুঝতেই পারলেন না। কাউকে ফোন করতে গিয়ে দেখলে আপনার মোবাইলে ফোন করার মতো যথেষ্ট Balance নেই। তার পর কল হিস্টোরিতে গিয়ে দেখলেন আপনার ফোন অন্য জায়গায় গিয়ে Balance শুন্য হয়ে গেছে। তখন আপনার আর করার কিছু থাকে না, আর এই সমস্যার সমাধান দিতেই Pocket Lock সফটওয়্যার বাজারে এসেছে। Pocket Lock এর কাজ হল আপনি আপনার Mobile ফোন পকেটে ভরলেই লক সৃষ্টি করবে এবং যখন পকেট থেকে বের করবেন তখন অটোমেটিক আনলক হবে। কি দারুন তাই না ! আর আপনাকে অযথা টাকা গচ্ছা দিতে হবে না। তাই আপনারা যারা এখনো এই সফটওয়্যার টি ব্যবহার করেননি একবার পরখ করে নিতে পারেন।
পড়ুন-The First Microsoft Nokia Lumia 730 Phones Coming


Pocket Lock


ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারেন। আশা রাখি আপনার ভালো লাগবে।
Download link: Pocket Lock.apk সফটওয়্যার পেতে এখানে ক্লিক করুন। 
কিংবা  pocket lock.apk এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে যোগদান দিতে এখানে ক্লিক করুন।
সমস্যা ও সমাধানঃ-
লিঙ্কে ক্লিক করার পর পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন এবং ডান দিকের উপরে লেখা SKIP AD অপশন টিতে ক্লিক করুন। আপনার কাংখিত সাইটে পৌঁছে যাবেন। ভালো লাগলে শেয়ার করুন। আপনার কোন মন্তব্য বা সমস্যা হলে সমস্যা ও সমাধান বিভাগে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। ধন্যবাদ

Previous Post
Next Post