Monday, November 17, 2014

ব্লগ পোস্ট টাইটেলের নিচে কীভাবে অ্যাডসেন্স অ্যাড যোগ করবেন

আপনারা যারা ব্লগ নিয়ে লেখা লেখি করেন তাদের অনেক উদ্দেশ্যের মধ্যে একটি কমন উদ্দেশ্য ব্লগ থেকে ইনকামের করা। আর ইনকামের জন্য অনেকেই ব্লগে কোন না কোন অ্যাড নেটওয়ার্কের অ্যাড ব্যবহার করে।  ব্লগে গুগল অ্যাডসেন্স কিংবা অ্যাড নেটওয়ার্ক অ্যাড বসানোর উপর নির্ভর করে আপনার আয় । অবশ্যই ব্লগে ভিজিট থাকতে হবে কেননা ভিজিটর মানেই আপনার আয় । আপনি চাইলে ব্লগ পেজের বিভিন্ন স্থানে অ্যাড ব্যবহার করতে পারেন। আজ আমি শেয়ার করছি আপনি কীভাবে ব্লগ পোস্টের ঠিক নিচে গুগল অ্যাডসেন্স অ্যাড কিংবা যে কোন অ্যাড নেটওয়ার্কের অ্যাড বসাবেন।

addsense

স্টেপ ১।
প্রথমে আপনি আপনার অ্যাড নেটওয়ার্ক সাইটে লগ ইন করুন।
স্টেপ ২।
অ্যাড সাইজ নির্বাচন করে কোডটুকু কপি করুন।
স্টেপ ৩।
কোড টিকে XML এ পরিবর্তন করুন। কিংবা এখানে ক্লিক করে XML রূপান্তর করে নিন। তার পর XML কোড টুকু কপি করুন।

দেখুন -অ্যাডসেন্স কোড কনভার্টের Parser টুলস -HTML to XML


স্টেপ ৪।
এরপর ব্লগে লগ ইন করুন।
স্টেপ ৫।
এরপর ব্লগ Dashboard এ যান, তারপর Edit HTML এ ক্লিক করুন।
স্টেপ ৬। এরপর Ctrl + F চেপে নিচের কোডটুকু সার্চ করুন।
<data:post.body/> 
স্টেপ ৭।
এরপর উপরের কোডটুকু খুঁজে পেলে তার নিচে নিম্নে দেওয়া কোডটি পেস্ট করুন।
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div align="center">
 PLACE YOUR AD CODE HERE</div>
</b:if> 
স্টেপ ৮।
এরপর PLACE YOUR AD CODE HERE এই অংশটুকু মুছে দিয়ে আপনার তৈরি কৃত XML কোডটুকু পেস্ট করুন। ( স্টেপ নাম্বার ৩ অনুসরণ )
নোট- এছাড়াও অ্যাড এর স্থান পরিবর্তন করতে চাইলে আপনি center মুছে দিয়ে left কিংবা right করতে পারবেন।
আজ এখানেই। সমস্যা হলে কমেন্ট করবেন । ভাল থাকুন সুস্থ থাকুন ধ্যনবাদ।
Previous Post
Next Post