Parser টুলস কি?
অ্যাডসেন্স কোড কনভার্টের Parser টুলটি গুগল অ্যাডসেন্স, চিতিকা এবং অন্যন্য অ্যাডসেন্স কোড কনভার্ট করতে ব্যবহার করা হয়। কেননা সরাসরি অ্যাডসেন্স বা অ্যাড নেটওয়ার্ক HTML কোড ব্লগার টেম্পলেটে ব্যবহার করলে কিছু এরর দেখা দেয়, সেজন্য HTML কোডটিকে কনভার্ট করার প্রয়োজন হয়। তার জন্যই আপনাদের সুবিধার জন্য এই Parser টুলটি আপনাদের সাথে শেয়ার করছি । কেননা Parser তুলটির দ্বারা আপনি যে কোন HTML কোড কে XML এ কনভার্ট করতে পারবেন।
কি কি করবেন?
- প্রথমে আপনার আপনার Adsense কোডটি কপি করে নিন।
- এরপর কপি করা কোডটি নিচের বক্সে পেস্ট করুন।
- এরপর Convert অপশনে ক্লিক করুন।
- তারপর Convert করা কোডটি আপনি আপনার ব্লগার টেম্পলেটে পেস্ট করুন।
অ্যাডসেন্স কোডটি কপি করে নিচের বক্সে পেস্ট করুন।
এটিও জানুন- কিভাবে আপনি আপনার ব্লগ পোস্টে Parser কোড ইন্সটল করবেন ?
কোন অসুবিধে হলে কমেন্ট করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।