Saturday, February 28, 2015

Ms Word এ টেবিল তৈরি করুন ম্যাজিকের মতো +===+=== ব্যবহার করে !

MS Word এ কিভাবে টেবিল তৈরি করতে হয় আমরা সকলেই জানি। কিন্তু তবুও আপনাদের জন্য আজকে  আমি এম এস ওয়ার্ডে কিভাবে সহজ  ও সরল ভাবে টেবিল তৈরি করা যায় সেটি শেয়ার করবো। আশা করি নতুনদের ভালো লাগবে। এই পদ্ধতিটি অনুসরণ করলে টেবিল তৈরি করতে খুব অল্প সময় লাগবে। এতে আপনার Ms Word এ কাজের গতি ও অনেকটাই বেড়ে যাবে। এর আগের পোষ্টে ওয়ার্ড এক্সেলে কাজের জন্য গুরুত্বপূর্ণ চিহ্নগুলি (Symbols) লেখার কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে, ঐ পোষ্টিতে সহজ ভাবে ওয়ার্ড, এক্সেলের কিছু গুরুত্ব পূর্ণ চিহ্ন গুলি যেমন -  © , ® , Ø , « , † লিখতে পারবেন। তবে কথা না বাড়িয়ে আসুন শুরু করি -

কিভাবে সহজ ভাবে টেবিল তৈরি করবেন ?

  • প্রথমে Ms Word খুলুন
  • এরপর টাইপ করুন +======+=====+====+===+==+=+
  • এরপর Enter চাপুন
  • দেখবেন টেবিল তৈরি হয়ে গেছে। 
 Ms Word এ টেবিল
প্রয়োজনে ভিডিও টি দেখে নিতে পারেন।। 

 


নোট-
এখানে এক একটি " = " চিহ্ন এক একটি অক্ষর প্রকাশ করে। এটি একটি সহজ ও সরল টেবিল তৈরি করার প্রক্রিয়া। এই ভাবে টেবিল তৈরিতে খুব অল্প সময় লাগে।
বন্ধুরা, কেমন লাগলো, কমেন্ট করে জানাবেন। কোন সমস্যা হলে জানাবেন। ধন্যবাদ 
Previous Post
Next Post