Thursday, February 26, 2015

ওয়ার্ড এক্সেলে কাজের জন্য গুরুত্বপূর্ণ চিহ্নগুলি (Symbols) লেখার কৌশল

এম এস ওয়ার্ড ( Ms Word ) ও এম এস এক্সেল ( Ms Excel ) কম্পিউটার কাজের ক্ষেত্রে দুটো অ্যাপ্লিকেশানই খুবই দরকারিয় । এর আগের পোষ্টে ইজি মেথডে শিখুন Ms Word এর A to Z শর্টকাট কী আলোচনা করা হয়েছে।  বিশেষ করে এম এস ওয়ার্ড (MS Word)  কিংবা এম এস এক্সেল (MS Excel) কাজ করতে গেলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ চিহ্ন (Symbol) যেমন -  © , ® , Ø , « , ইত্যাদি কাজে লাগে। সঠিক ব্যবহার না জানার জন্য তখন আমাদের কম্পিউটার এক্সপার্ট কিংবা কম্পিউটার জানা বন্ধুদের কাছে থেকে জেনে নিতে হয়। তাই আপনাদের সুবিধার জন্য এই পোষ্টে কিছু গুরুত্ব পূর্ণ MS Word, Ms Excel ইত্যাদিতে ব্যবহার এমন চিহ্ন গুলি শেয়ার করলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। কেননা বর্তমান সময়ে কম্পিউটারের অফিস প্যাকেজ (Ms Office) ভালো মতো জানা না থাকলে আমাদের বিপদে পড়তে হয়। তাই দেরি না করে সত্তর জেনে নিন গুরুত্বপূর্ণ চিহ্ন (Symbol) গুলি।

এটিও পড়ুন -কীভাবে DOS এ কপি পেস্ট করবেন - একটি দুর্দান্ত টিপস

গুরুত্বপূর্ণ চিহ্ন (Symbols) গুলি নিম্নরূপ-


  • For © : Alt+0169
  • For ® : Alt+0174
  • For ™ : Alt+0153
  • For › : Alt+0155
  • For : Alt+0134
  • For ø : Alt+0248
  • For ¤ : Alt+0164 
  • For « : Alt+0171
  • For ° : Alt+0176
  • For ± : Alt+0177
  • For ² : Alt+0178
  • For ³ : Alt+0179
  • For µ : Alt+0181
  • For ¶ : Alt+0182
  • For ¹ : Alt+0185
  • For » : Alt+0187
  • For ¼ : Alt+0188
  • For ½ : Alt+0189
  • For ¾ : Alt+0190
  • For Å : Alt+0197
  • For × : Alt+0215
  • For Ø : Alt+0216
  • For Þ : Alt+0222
  • For ß : Alt+0223
  • For ☺: Alt+1
Previous Post
Next Post