Thursday, February 26, 2015

ফরমেট না হওয়া পেনড্রাইভ সহজ উপায় ফরমেট করার কৌশল

ডাটা (Data ) ট্রাভেলর হিসেবে পেন ড্রাইভ (Pen Drive) এর গুরুত্ব অতুলনীয় । এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা নিয়ে যাওয়ার জন্য পেন ড্রাইভের ডেটা মুছে দিতে হয় কিংবা পেন ড্রাইভের ভিতরে নতুন ডেটা  ভরাতে হয়। এজন্য প্রয়োজনে পেন ড্রাইভ ফরমেট করার দরকার হয় কিন্ত ফরমেট করতে গেলে নানা বিপত্তি সৃষ্টি হয়, যেমন- বিভিন্ন রকম এরর মেসেজ, পেন ড্রাইভ মেমরি ফুল ইত্যাদি ইত্যাদি আসে। ফলে সহজে পেন ড্রাইভ ফরমেট করা যায় না। আজ আমি আপনাদের এই সব পেন ড্রাইভ কিভাবে ফরমেট করতে হয়তা জানাবো। আপনি চাইলে আপনার পেন ড্রাইভে সহজ সরল নিয়মে যেকোন অ্যাপ্লিকেশনকে পোর্টেবল বানিয়ে  নিতে পারেন  । তবে আসুন এবার শুরু করি।
এটিও পড়ুন-কিভাবে রাইট প্রটেক্টেড পেনড্রাইভ রাইট-ডিলিট করবেন

ফরমেট না হওয়া পেনড্রাইভ সহজ উপায় ফরমেট করার কৌশল



পেনড্রাইভ ফরমেট না হলে যা যা করতে হবে-


  • (১) প্রথমে My computer এ যেয়ে right click করুন।
  • (২) তারপরে Manage এ ক্লিক করুন। দেখবেন computer Management window আসবে।
  • (৩) এরপর Diskmanagement এ ক্লিক করুন। দেখবেন আপনার ড্রাইভ গুলো শো করছে। যেমন- c , e ,d ....
  • (৪) এরপর আপনার পেনড্রাইভ সিলেক্ট করে রাইট ক্লিক করুন।
  • (৫) সবশেষে Fomat এ ক্লিক করুন।
ফরমেট না হওয়া পেনড্রাইভ সহজ উপায় ফরমেট করার কৌশল

 ব্যাস, কাজ শেষ, তবু সমস্যা হলে কমেন্ট করুন। ধন্যবাদ
Previous Post
Next Post