পশ্চিম বঙ্গের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ( West Bengal Joint Entrance Examination ) গত ২১ শে মার্চ ২০১৫ তারিখে এ বছরের ( ২০১৫ সালের ) জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময় সূচি ঘোষণা করেছেন। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী বন্ধুদের জন্যই আজকের এই পোষ্ট শেয়ার করছি। তোমরা যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবে আশা রাখি তোমরা পরীক্ষার রুটিন পেয়ে গেছে আর যার (HS) পরীক্ষারা ব্যস্ততার জন্য পাওনি এই পোষ্ট থেকে একবার দেখে নিতে পারো কিংবা ডাউনলোড করেও নিতে পারো। নিম্নে পরীক্ষার তারিখ , বিষয় ও সময় দেওয়া হলো।
গুরুত্বপূর্ণ লিঙ্ক -
এটিও পড়ুন - নিরাপদে রাখুন এন্ড্রোয়েড ফোন Pocket Lock সফটওয়্যার দিয়ে একদম ফ্রী
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময় সূচি ২০১৫
গুরুত্বপূর্ণ লিঙ্ক -
- নোটিসটি ডাউনলোড করতে চাইলে -Download Notice
- Online Registration Date Extended & WBJEEM 2015 Examination Date Rescheduled