Saturday, March 7, 2015

কিভাবে একসাথে ১০০ ও তার বেশি ফাইল ও ফোল্ডারের নাম যুক্ত করবেন (Rename)


এক ক্লিকে হাজার ( ১০০০ ) ফাইল কিংবা ফোল্ডারের নাম ।  কথাটি শুনতে অবাক লাগলেও একদম সত্যি । নিজেও একবার পরখ করে দেখতে পারেন। এর আগের পোষ্টে ছাত্র-ছাত্রীদের অনলাইনে টাকা আয় করার সেরা ৬ টি উপায়  নিয়ে একটি গুরুত্বপূর্ণ টিপস আলোচনা করা হয়েছে । ঐ পোষ্টি আপনার উপকার লাগলে লাগতেও পাড়ে , একবার পরে নিতে পারেন।

ফাইল ও ফোল্ডারের
ফাইলের মধ্যে অনেক ফাইল থাকে যেগুলির নাম এলোমেলো ভাবে লেখা থাকে ।  সময়ের দরুন কিংবা বিরক্তির কারনে ফোল্ডারের মধ্যে থাকা ১০০ কিংবা তারও বেশি ফাইল থাকলে,  একটি একটি করে ফাইলের নাম দেওয়া আমাদের পক্ষে অসম্ভব হয়ে উঠে। তাই হয়তো অনেকেরই আমাদের ফাইলের নাম কম্পিউটারে কিংবা ল্যাপটপে এলোমেলই আছে। আজকে আমি এমন একটি পোষ্ট শেয়ার করছি যা আপনি একসাথে অনেকগুলি ফাইলের বা ফোল্ডারের নাম দিতে পারবেন। তাহলে আপনাকে আর একটি একটি করে ফাইল নাম দেওয়ার প্রয়োজন পরবে না। পক্ষান্তরে আপনার বিরক্ত ভাব ও আসবে না। 
এটিও পড়ুন -মাইক্রোসফট ওয়ার্ডের (Microsoft Word) সকল শর্টকার্ট (A-Z)

কি ভাবে একসাথে অনেকগুলি ফাইলের নাম যুক্ত করবেন?

  • প্রথমে ফোল্ডার ওপেন করুন । (যে ফোল্ডারের ফাইল গুলির নাম দিতে চান)
  • এরপর Ctrl+A চাপুন ।
  • এরপর মাউসের ডানদিকে (Right Click) ক্লিক করে Rename অপশনে ক্লিক করুন
  • এরপর আপনার পছন্দ মতো নাম টাইপ করুন।
নোট -
  • আপনি যদি গানের ফাইলের নাম  "Song" দেন ,  তবে তার পরের ফাইলগুলির নাম হবে “song1”, “song2”, “song3” …. ইত্যাদি।
  • এভাবে আপনি ফোল্ডারের নাম ও দিতে পারন।
কোন সমস্যা বা অসুবিধে হলে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। সুস্থ ও ভালো থাকুন ধন্যবাদ।
Previous Post
Next Post