Monday, March 9, 2015

কিভাবে স্টোরেজ ডিভাইস নিয়ন্ত্রন করবেন ? উপডেট ২০১৫

স্টোরেজ ডিভাইস কি?

স্টোরেজ ডিভাইসেস পূরক , স্থায়ী, সেকন্ডারী আর বেশী স্টোরেজ-য়ের রূপে পরিচিতি। এটি ভবিষ্যতের জন্য ডাটা ইনষ্ট্রাকশন আর ইনফর্মেশন রাখতে পারে। একথায় কম্পিউটারের তথ্য সঞ্চয়ের সবচেয়ে প্রয়োজনীয় এবং অপরিহার্য ডিভাইস হলো স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইসে কোন তথ্য স্থায়ী বা অস্থায়ী দুইয়ে রাখতে পারি। স্টোরেজ ডিভাইসের উদাহারন হল- RAM, cache, a hard disk, optical disk drive,  USB drive ইত্যাদি । স্টোরেজ ডিভাইস কে সাধারণত দুই ভাবে ভাগ করা যায় - ক) প্রাইমারী  স্টোরেজ ডিভাইস ( Primary Storage Devices), খ ) সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস (Secondary Storage Devices
এটিও পড়ুন -ফরমেট না হওয়া পেনড্রাইভ সহজ উপায় ফরমেট করার কৌশল

আজকের এই পোষ্টে  আপনি আপনার স্টোরেজ ডিভাইস আপনার মর্জি অনুযায়ী নিয়ন্ত্রন করতে পারবেন। এছারা আমদের বিভিন্ন কারনে কম্পিউটারে স্টোরেজ ডিভাইসের ব্যবহার নিয়ন্ত্রন করতে হয়। আপনি ইচ্ছে করলে আপনার PC বা ল্যাপটপ এর স্টোরেজ ডিভাইস রাইট প্রটেক্ট করে রাখতে পারেন,এর ফলে কেউ আপনার অনুমতি ছাড়া PC তে স্টোরেজ ডিভাইস ব্যবহার করতে পারবে না।
স্টোরেজ ডিভাইস


স্টোরেজ ডিভাইস নিয়ন্ত্রন করার জন্য যা যা করতে হবে ?

  • প্রথমে start --> all programme ----> accessories ---> notepad গিয়ে নোটপ্যাড খুলুন অথবা Run এ গিয়ে Notepad লিখে এন্টার চাপুন এবং
  • নিচের কোডটি হুবহু লিখুন-

Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
“WriteProtect”=dword:00000001
নোটপ্যাডটি  disablestoragedevice.reg  নামে সেভ করন ( নিজের পছন্দ মতোও নাম দিতে পারেন তবে নামের সাথে .reg অবশ্যই দিতে হবে ) । খেয়াল করুন disablestoragedevice নামে একটি রেজিস্ট্রি ফাইল তৈরী হয়েছে। এই ফাইল দুই বার ক্লীক করলেই স্টোরেজ ডিভাইস রাইট প্রটেক্ট হয়ে যাবে।

রাইট প্রটেক্ট স্টোরেজ ডিভাইস আনপ্রটেক্ট করতে করতে চাইলে ?

  • নোটপ্যাডে নিচের কোডটি লিখুন-
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
“WriteProtect”=dword:00000000
এবং নোটপ্যাডটি enblestoragedevice.reg নামে  সেভ করুন ( নিজের পছন্দ মতোও নাম দিতে পারেন তবে নামের সাথে .reg অবশ্যই দিতে হবে )। তৈরীকৃত enablestoragedevice রেজিস্ট্রি ফাইলে দুই বার ক্লীক করলেই রাইট প্রটেক্ট বন্ধ হয়ে যাবে ।

এরপরের পোষ্টে স্টোরেজ ডিভাইস নিয়ে আরও টিপস ও বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ।
Previous Post
Next Post