ওয়েব Hosting কি ?
Hosting মূলত একটি ডেটা রাখার জায়গা। একটি ওয়েবসাইট তৈরি করতে কনটেন্ট, ছবি এবং বিভিন্ন ফর্মেটের ফাইল প্রয়োজন হয়। এই ডাটা গুলো রাখা জন্য যে জয়গা দরকার হয় তাই হলো হোষ্টিং । উদাহারণ স্বরুপ - সাধারণ কম্পিউটারের হার্ডড্রাইভ কিন্তু হোষ্টিং এর হার্ডড্রাইভ কে সার্ভার বলে। যা ২৪X 365 ঘন্টায় ওপেন থাকে । আর এই Hosting এর জন্য মোটা অঙ্কের টাকা গুণেতে হয়।আজ আপনাদের জন্য অসাধারণ একটি সাইট শেয়ার করছি, যেখানে নিজেদের ওয়েব সাইটের জন্য ফ্রি Hosting পাবেন। এই হোষ্টিং কম্পানিটি দিচ্ছে সারা জীবনের জন্য আনলিমিটেড হোষ্টিং সার্ভিস। আর কি কি সুবিধা পাবেন নিম্নে দেখানো হল -
এটিও পড়ুন - Godaddy থেকে ডোমেইন কিনে যে ভাবে ব্লগার ব্লগে সেট করবেন -মেগা পোষ্টফ্রি সমুহঃ
- ১. 10 GB ডিস্ক স্পেস
- ২। 100 GB ব্যান্ডউইথ
- ৩. No ads & free cpanel
- ৪. FTP সাপোর্ট
- ৫. আনলিমিটেড ইমেইল আন্ড ১০ টি সাব ডোমেইন
- Email অ্যাকাউন্ট
- FTP অ্যাকাউন্ট ও
- আরও অনেক ......
আমার মনে হয়, এর বেশী আপনার আর কিছু লাগবে, তাও সব একদম ফ্রি তে…।
হোষ্টিং কিনতে হয় বলে অনেকেই আমারা নিজেদের ওয়েব সাইট টাকার অভাবে বানাতে পারি না। আর বিপরীতে যেগুলো ফ্রি হোষ্টিং দেয় তারাও দেয় খুব স্বল্প মাত্রায় সুযোগ সুবিধা , সাথে জুড়ে দেয় তাদের এড। সে হিসেবে ধরতে গেলে আমার মতে এই হস্টিং টি আপনার উপযুক্ত হবে বলে আমি মনে করি।তাহলে নিচের ব্যানারে কিংবা এখানে ক্লিক করে রেজিষ্টেশন করে নিয়ে নিন আপনার আনলিমিটেড Hosting সার্ভিস।
আপনার ওয়েব সাইট তৈরি হয়ে গেলে জানাতে ভুলবেন না। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।