Monday, March 16, 2015

ব্লগস্পট ব্লগে ফ্রী টপ লেবেল ডোমেইন .co.vu যুক্ত করার সহজ সরলতম পদ্ধতি

বন্ধুরা,  আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্লগের জন্য একটি সুন্দর টিপস। আপনাদের যাদের নিজস্ব ব্লগ আছে তাদের জন্য বিশেষ করে এই টিপস কাজে আসবে। টিপসটি হল কীভাবে আপনার ব্লগে আপনি একটি .co.vu ডমেইন যুক্ত করবেন তাও আবার ফ্রী। কেননা টপ লেভেল ডোমেন যেমন - .COM,.CO ইত্যাদি কিনতে গেলে আমাদের অনেক টাকা গুনতে হয়। এছাড়াও আপনার ব্লগের SEO এর ক্ষত্রে .co.vu খুব কাজে আসে। আপনার ব্লগের জন্য Advance Meta Tools ব্যবহার করে আপনার সাইট ভিজিটর বাড়িয়ে নিতে পারেন। তাহলে আসুন জেনে নেই কীভাব ব্লগে .co.vu ডোমেন যুক্ত করবেন।
এটিও পড়ুন -সহজে ব্লগ পোস্ট টাইটেল কে তুলে ধরুন সার্চ ইঞ্জিনে

পদ্ধতি ১।
  • প্রথমে এখানে ক্লিক করুন। তারপর নীচের মত একটি রেজিস্টার Page দেখতে পাবেন।
ব্লগস্পট ব্লগে ফ্রী টপ লেবেল ডোমেইন
পদ্ধতি ২। 
  • এরপর Sign in  এ ক্লিক করুন।
পদ্ধতি ৩। 
  • Sign In এ ক্লিক করার পরে তার নীচে আপনি Create a new Account  দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এরপর আপনার ইমেইল,পাসওয়ার্ড ও নাম দিয়ে রেজিস্টার করুন অথবা ফেসবুকের মাধ্যমেও কানেক্ট করে চালাতে পারবেন।
পদ্ধতি ৪।  
  • রেজিস্টার করার পরে আপনি সেখানে আপনার  ডোমেইন টি লিখুন।যদি ডমেইন টি আগে ব্যাবহার না হয়ে থাকে, তাহলে আপনি সেই ডোমেইন রেজিস্টার করতে পারবেন। Domain আগে ব্যাবহার না । তাহলে অন্য নাম দিয়ে চেষ্টা করুন। যেমন আমি এখানে ioffer টাইপ করেছি। তাহলে আমার সাইটি হবে www.ioffer.co.vu 
ব্লগস্পট ব্লগে ফ্রী টপ লেবেল ডোমেইন
পদ্ধতি ৫। 
  • এবার Register Domain  এ ক্লিক করুন।
পদ্ধতি ৬।  
  • এরপর আপনাকে ব্লগে সেটাপ করতে হবে। 

ব্লগে সেটাপ যে ভাবে করবেন ?

পদ্ধতি ৭। 
  • এরপর Register Domain  এ ক্লিক করার পরে নীচের মত আসবে।
ব্লগস্পট ব্লগে ফ্রী টপ লেবেল ডোমেইন

পদ্ধতি ৮। 
  • এবার বাম পাশে Blogger এ ক্লিক করুন। তারপরে Configure To Blogger  এ ক্লিক করুন।
পদ্ধতি ৯। 
  •  এবার Blogger এ যান।
পদ্ধতি ১০। 
  • Blogger এ গিয়ে Settings এ যান।তারপরে Setup a 3rd Party URL এ ক্লিক করুন।
ব্লগস্পট ব্লগে ফ্রী টপ লেবেল ডোমেইন
পদ্ধতি ১১।
  •  এবার www সহ আপনার ডোমেইন টি লিখুন যেটা আপনি রেজিস্টার করেছেন।
পদ্ধতি ১২।
  • এরপর Save এ ক্লিক করুন। সেভ এ ক্লিক করলে নীচের মত আসবে।

ব্লগস্পট ব্লগে ফ্রী টপ লেবেল ডোমেইন

পদ্ধতি ১৩।
  •  উপরে ইন্ডিকেট করা কোড গুলো কপি করে রাখুন।
পদ্ধতি ১৪।
  • এরপর আবার .co.vu এর ওয়েবসাইট টি তে যান।

পদ্ধতি ১৫।
  • এরপর My Domains এ ক্লিক করুন এবং Configure অপশনে ক্লিক করুন।
  •  এরপর Blogger অপশনে ক্লিক করুন এবং ৭ নাম্বার অপশনে যান। নীচের মত দেখতে পাবেন।
ব্লগস্পট ব্লগে ফ্রী টপ লেবেল ডোমেইন
পদ্ধতি ১৬।
  • এবার যে কোড গুলো কপি করে রেখেছিলেন সে কোড গুলো নীচে বসান। কোড গুলোর ডান পাশের নীচের টা Name এ বসান আর কোড গুলোর ডান পাশের নীচের টা Point To তে বসান এবং Create verification CNAME এ ক্লিক করুন।
  • এবার আপনার ব্লগে পুনরায় যান ও ডমেইন টাকে Save করুন। তারপরে আবার ঐ ডোমেইনটার Edit বাটনে ক্লিক করুন তার পরে Redirect serverbd.co.vu to http://www.ioffer.co.vu.  এই লেখটার পাশে টিক দিন এবং সবশেষে Save করুন।
পদ্ধতি ১৭।
  • এবার co.vu এর ওয়েবসাইট টি তে গিয়ে সবার নীচে Test Domain এ ক্লিক করুন।যদি ডোমেইন ঠিক ভাবে লাগানো হয়ে থাকে তাহলে নীচের মত একটা পেইজ দেখাবে।

কোন সমস্যা হলে কমেন্ট করুন। ভালো থাকুন ধন্যবাদ।
Previous Post
Next Post