এটিও পড়ুন -সহজে ব্লগ পোস্ট টাইটেল কে তুলে ধরুন সার্চ ইঞ্জিনে
পদ্ধতি ১।
- প্রথমে এখানে ক্লিক করুন। তারপর নীচের মত একটি রেজিস্টার Page দেখতে পাবেন।
- এরপর Sign in এ ক্লিক করুন।
- Sign In এ ক্লিক করার পরে তার নীচে আপনি Create a new Account দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এরপর আপনার ইমেইল,পাসওয়ার্ড ও নাম দিয়ে রেজিস্টার করুন অথবা ফেসবুকের মাধ্যমেও কানেক্ট করে চালাতে পারবেন।
- রেজিস্টার করার পরে আপনি সেখানে আপনার ডোমেইন টি লিখুন।যদি ডমেইন টি আগে ব্যাবহার না হয়ে থাকে, তাহলে আপনি সেই ডোমেইন রেজিস্টার করতে পারবেন। Domain আগে ব্যাবহার না । তাহলে অন্য নাম দিয়ে চেষ্টা করুন। যেমন আমি এখানে ioffer টাইপ করেছি। তাহলে আমার সাইটি হবে www.ioffer.co.vu
- এবার Register Domain এ ক্লিক করুন।
- এরপর আপনাকে ব্লগে সেটাপ করতে হবে।
ব্লগে সেটাপ যে ভাবে করবেন ?
পদ্ধতি ৭।- এরপর Register Domain এ ক্লিক করার পরে নীচের মত আসবে।
পদ্ধতি ৮।
- এবার বাম পাশে Blogger এ ক্লিক করুন। তারপরে Configure To Blogger এ ক্লিক করুন।
- এবার Blogger এ যান।
- Blogger এ গিয়ে Settings এ যান।তারপরে Setup a 3rd Party URL এ ক্লিক করুন।
- এবার www সহ আপনার ডোমেইন টি লিখুন যেটা আপনি রেজিস্টার করেছেন।
- এরপর Save এ ক্লিক করুন। সেভ এ ক্লিক করলে নীচের মত আসবে।
- উপরে ইন্ডিকেট করা কোড গুলো কপি করে রাখুন।
- এরপর আবার .co.vu এর ওয়েবসাইট টি তে যান।
পদ্ধতি ১৫।
- এরপর My Domains এ ক্লিক করুন এবং Configure অপশনে ক্লিক করুন।
- এরপর Blogger অপশনে ক্লিক করুন এবং ৭ নাম্বার অপশনে যান। নীচের মত দেখতে পাবেন।
- এবার যে কোড গুলো কপি করে রেখেছিলেন সে কোড গুলো নীচে বসান। কোড গুলোর ডান পাশের নীচের টা Name এ বসান আর কোড গুলোর ডান পাশের নীচের টা Point To তে বসান এবং Create verification CNAME এ ক্লিক করুন।
- এবার আপনার ব্লগে পুনরায় যান ও ডমেইন টাকে Save করুন। তারপরে আবার ঐ ডোমেইনটার Edit বাটনে ক্লিক করুন তার পরে Redirect serverbd.co.vu to http://www.ioffer.co.vu. এই লেখটার পাশে টিক দিন এবং সবশেষে Save করুন।
- এবার co.vu এর ওয়েবসাইট টি তে গিয়ে সবার নীচে Test Domain এ ক্লিক করুন।যদি ডোমেইন ঠিক ভাবে লাগানো হয়ে থাকে তাহলে নীচের মত একটা পেইজ দেখাবে।
কোন সমস্যা হলে কমেন্ট করুন। ভালো থাকুন ধন্যবাদ।