Friday, August 14, 2015

ইন্টারনেটের ইতিহাসে ২০ বছরের নানা উল্লেখযোগ্য মুহূর্ত এক নজরে ফিরে দেখা যাক

ইন্টারনেটর দুনিয়ায় দিনের পর দিন একটির পর একটি নতুন আচার্য জনক কোন না কোন কিছু আবিষ্কার হয়েই চলছে। চলুন  ২০ বছরের ইন্টারনেটের ইতিহাসে নানা উল্লেখযোগ্য মুহূর্ত এক ঝলকে ফিরে দেখা যাক । [ কীভাবে WI-FI অথবা LAN এর স্পীড হ্যাক করবেন - গোপনীয়তা বজায় রেখে ]

ইন্টারনেটের ইতিহাসে ২০ বছরের নানা উল্লেখযোগ্য মুহূর্ত

  • ১৯৯৫: সাধারণ মানুষের ব্যবহারের জন্য প্রথম দেশে ইন্টারনেট নিয়ে এল ভিএসএনএল। ডায়াল আপ সার্ভিস চালু হল দেশের ৬ টি রাজ্যে। প্রকাশিত হল IndiaWorld পোর্টাল।
  • ১৯৯৬: এল rediff.com। মুম্বইতে খুলল দেশের প্রথম সাইবার ক্যাফে। দেশের দেশের বড় বড় খবরের কাগজ নিয়ে আসতে শুরু করল নিজেদের ওয়েবসাইট।
  • ১৯৯৭: চালু হল প্রথম অনলাইন ব্যাংকিং। এই পরিষেবা নিয়ে এল ICICI ব্যাংক। চালু হল naukri.com.
  • ১৯৯৮: প্রথম ধরা পড়ে সবথেকে বড় হ্যাকিং কেস। আইটি ইন্ডাস্ট্রিকে প্রোমোট করতে সার্ভিস চালু করল NASSCOM.rail
  • ২০০০: চালু হল কেবল ইন্টারনেট সার্ভিস। পাশ হল আইটি অ্যাক্ট। ভারতে সাইট চালু করল Yahoo, MSN. eBay-র মত ওয়েবসাইট চালু হল Bazee.com. চালু হল makemytrip.com.
  • ২০০১: প্রথম অনলাইনে রেলের টিকেটিং সিস্টেম চালু করল IRCTC. সাইবার ক্রাইম সংক্রান্ত প্রথম গ্রেফতারির ঘটনা ঘটল। 
এটিও পড়ুন -ছাত্র-ছাত্রীদের অনলাইনে টাকা আয় করার সেরা ৬ টি উপায়
  • ২০০২: উইকিপিডিয়ায় স্থান পেল অমিয়া, ওড়িয়া, মালয়ালম, নেপালি, পঞ্জাবি কনটেন্ট। টাকার বিনিময়ে মালয়লম ম্যাগাজিন চালু করল প্রথম ওয়েবসাইট Varikha.com.
  • ২০০৩: প্রথম অনলাইনে এয়ার টিকিট বুকিং চালু করল এয়ার ডেকান। ব্রডব্যান্ড সার্ভিস চালু  করল এয়ারটেল।
  • ২০০৪: ভারতে অফিস চালু করল গুগল। ব্রডব্যান্ড সার্ভিস চালু  করল BSNL
  • .২০০৫: ভারতে এল Orkut. মোবাইল ফোনে জায়গা পেল ভারতের আঞ্চলিক ভাষা।orkut
  • ২০০৬: ভারতীয়দের আকর্ষণ করতে শুরু করল Facebook. চালু ই-গভর্ন্যান্স প্ল্যান।
  • ২০০৭: গুগল নিউজ তাদের পরিষেবা চালু করল হিন্দিতে। ভারতে এল Flipkart.
  • ২০০৮: ভারতে প্রথম পা রাখল অ্যাপলের iPhone. গুগল নিউজ চালু হল তামিল, তেলেগু, মালায়লম ভাষায়। একবারে ১০ টি উপগ্রহ পাঠিয়ে রেকর্ড করল ভারত।
  • ২০০৯: ডোমেন নেমে (IDN)-এ ভারতীয় ভাষার জন্য চতুর্থ ড্রাফ্ট তৈরি করল ভারত সরকার।
  • ২০১০: নিলাম হল থ্রি জি স্পেকট্রাম। ন্যাশনাল ব্রডব্যান্ড প্ল্যান চালু করল TRAI. দেশ জোড়া অরকুটের বাজার হাতিবে নিল ফেসবুক।
  • ২০১১: চালু হল মোবাইল নম্বর পোর্টেবিলিটি। আইআইটি কোর্সের লেকচার এল অনলাইনে।
  • ২০১২: এয়ারটেল কলকাতায় চালু করল 4G ডঙ্গল।
  • ২০১৩: ভারতে আমাজন নিয়ে এল Amazon India. হু হু বাড়তে শুরু হল ভারতে ই-কমার্সের বাজার।
  • ২০১৪: ভারত সহ মোট ছ'টি ভারতীয় ভাষার ডোমেন নেম চালু হল দেশে। বেঙ্গালুরুতে প্রথম 4G সার্ভসি চালু করল এয়ারটেল। [ আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ Login করছিল কিনা জেনে নিন? দেখুন অনুপ্রবেশকারীর তালিকা ]
  • ২০১৫: সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ৮৫৭ টি পর্ন ওয়েবসাইট। সাধারণ মানুষ সরব হওয়ায় খুলে দেওয়া হল সাইটগুলি। নেট নিউট্রালিটি নিয়ে বিতর্কের সূত্রপাত। দেশ জুড়ে 4G পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল এয়ারটেল। তথ্যসূত্র - ইন্টারনেট
কম্পিউটার সম্পর্কিত কোন সমস্যা থাকলে কমেন্ট করুন । অনলাইনে সরাসরি যোগাযোগ করতে চাইলে ফেসবুক পেজে লাইক দিন অথবা ফেসবুকে আমাকে পেতে এখানে ক্লিক করুন।
Previous Post
Next Post

0 comments: