ইউটিউব ( YouTube ) একটি ভিডিও আদান-প্রদান করার ওয়েবসাইট। ইউটিউব বর্তমান ইন্টারনেট জগতের একটি অত্যন্ত জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট যা এর সদস্যদের ভিডিও আপলোড, দর্শন আর আদান-প্রদানের সুবিধা দান করে আসছে। এই সাইটটিতে আরো আছে ভিডিও পর্যালোচনা, অভিমত প্রদান সহ নানা প্রয়োজনীয় সুবিধা।
ফেব্রুয়ারি ২০০৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির পেছনে ছিলেন মূলত পেপ্যাল প্রতিষ্ঠানের তিন প্রাক্তন চাকুরীজীবি, চ্যড হারলি, স্টিভ চ্যন আর বাংলাদেশী বংশদ্ভুত জাভেদ করিম।
ফেব্রুয়ারি ২০০৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির পেছনে ছিলেন মূলত পেপ্যাল প্রতিষ্ঠানের তিন প্রাক্তন চাকুরীজীবি, চ্যড হারলি, স্টিভ চ্যন আর বাংলাদেশী বংশদ্ভুত জাভেদ করিম।
এটিও পড়ুন -গুগল প্লে থেকে Android Apk ফাইল ডাউনলোড করুন আপনার PC তে - ছবি সহতথ্যপ্রযুক্তির এই যুগে ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনের প্রধান অনুষঙ্গ। ইন্টারনেট ব্যতিত এখন সবাই অচল। আর ইন্টারনেটে ভিডিও দেখার ক্ষেত্রে যে ওয়েবসাইটের নামটি একবারে প্রথমে আসে, সেটি হল ইউটিউব ( Youtube )। রিভিউ থেকে শুরু করে টিউটোরিয়াল কিংবা অন্য সবধরনের ভিডিওই ইউটিউব থেকে দেখা যায়। অন্যান্য ওয়েবসাইটের মত জনপ্রিয় এই সাইট ব্যবহারের জন্যও রয়েছে বেশকিছু শর্টকর্ট, যার মাধ্যমে একটি ভিডিও দেখা কিংবা ভিডিও দেখার সময় আনুষঙ্গিক কিছু কাজ আরও দ্রুত করা সম্ভব। নিম্নে এর কিছু গুরুত্বপূর্ণ Shortcut Key নিয়ে আলোচনা করা হল-
ইউটিউবের শর্টকার্ট নিয়ম-
কী ওয়ার্ড | কী ওয়ার্ডর ব্যবহার |
---|---|
J বাটন | ভিডিও দেখার সময় এই বাটন চাপলে ১০ সেকেন্ড পেছন থেকে আবার দেখা যাবে। |
K বাটন | ভিডিও প্লে কিংবা ভিডিও স্থির করার জন্য রয়েছে এই বাটনটি। |
L বাটন | ভিডিও ১০ সেকেন্ড ফরওয়ার্ড করা যায় এই বাটনটি চাপ দিন। |
M বাটন | মিউট করার জন্য আছে M বাটন। |
লেফট/ রাইট অ্যারো | ভিডিও ৫ সেকেন্ড ফরওয়ার্ড হবে। |
আপ/ডাউন অ্যারো | ভলিউম কমানো কিংবা বাড়ানো যাবে |
Home বাটন |
এই বাটন চাপলে ভিডিও একেবারে প্রথম থেকে শুরু হবে। |
End বাটন | এই বাটন প্রেস করলে ভিডিও একেবারে শেষের দিকে চলে যাবে। |
F বাটন | পুরো ডিসপ্লে জুড়ে ভিডিও দেখতে চাইলে প্রেস করুন এই বাটনটি। |
Esc বাটন | ফুলস্ক্রিন মোড বন্ধ করতে রয়েছে এই বাটন। |
আপনার যে কোন কম্পিউটার সম্পর্কিত সমস্যা ও সমাধানের জন্য কমেন্ট করুন। এছারা লাইভ ফেসবুক পেজে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন ।
0 comments: