Saturday, August 29, 2015

Android ফোন দিয়ে যেভাবে PC তে ইন্টারনেট ব্যবহার করবেন


কম্পিউটার জগতের সকল বন্ধুদের জানাই রাখীর শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আপনাদের জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করছি। সেটি হলো- কিভাবে Android ফোন দিয়ে কম্পিউটারে কিংবা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করবেন ?  আপনি একটি ছোট সফটওয়ার এর মাধ্যমে এন্ড্রয়েড মোবাইলকে মডেম বানিয়ে পিসি বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। [ইন্টারনেট সম্পর্কিত কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও তার সমাধান ] তবে চলুন শুরু করি -
Android ফোন, Android ফোন tips
www.computerjajot.com

সফটওয়্যারটি লিঙ্ক নিম্নে দেওয়া হল-
 ডাউনলোড করতে অসুবিধে হলে এখান থেকেও Software টি ডাউনলোড করতে পারেন।
আপনাকে যা করতে হবে?
  • আপনার Android mobile টি পিসি তে ডাটা ক্যাবল দিয়ে Connect করে software টি ইনস্টল করুন। দেখবেন আপনার মোবাইলে PdaNet apps টি ইনস্টল হয়েছে । নিম্নের ছবিটি লক্ষ্য করুন।

Android Mobile ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহার করুন Android Mobile
Android Mobile ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহার করুন Android Mobile
  • আামি এভাবে ইন্টারনেট ব্যবহার করছি। আশা করি আপনারাও পারবেন। কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। ধন্যবাদ।
Previous Post
Next Post

0 comments: