Sunday, August 30, 2015

PDF ফাইলে কনভার্ট করুন Office 2007 এর যে কোন ফাইলকে ! Office 2007 Add-in

Microsoft Word  কিংবা Excel ফাইলকে PDF ফাইলে পরিবর্তন করতে সাধারণত আমরা PDF Converter সফটওয়্যার ব্যবহার করি। বিশেষ করে Office 2007 কিংবা আগের ভার্সন গুলিতে PDF ইনবিল্ড না থাকার জন্য এক্সট্রা সফটওয়্যার ব্যবহার করতে হয়। কিন্তু Office 2010, Office 2013 এ PDF ইনবিল্ড থাকায় এক্সট্রা সফটওয়্যার প্রয়োজন পড়ে না। আজকে আমি ৯৩৩ কেবি. (933 kb) ছোট্ট একটি PDF ও XPS পরিবর্তন করার সফটওয়্যার শেয়ার করছি , আশা করি আপনাদের কাজে লাগবে।
এটিও পড়ুন-পিসিতে ড্রাইভার install করুন CD ছারাই

মাইক্রোসফট অফিস ওয়ার্ড এবং এক্সেল ডকুমেন্ট ফাইলকে পিডিএফ অথবা এক্সপিএস ফাইলে কনভার্ট করার জন্য মাইক্রোসফট একটি Microsoft Office 2007 Add-in সফটওয়্যার তৈরী করেছে। যার প্রকৃত নাম  Microsoft Save as PDF or XPS। নিম্ন প্রদত্ত ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
সফটওয়্যারটির লিঙ্ক -
 কিংবা এখানে ক্লিক করে Microsoft Save as PDF or XPS  সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন।

Microsoft Save as PDF or XPS যে ভাবে ব্যবহার করবেন?

  1. সফটওয়্যারটি ব্যবহার করতে হলে Microsoft Office 2007 ইনস্টল করা থাকতে হবে।
  2. যেকোন MS Word অথবা MS Excel ফাইল Open করুন।
  3. Microsoft Office Button থেকে ‍Save as এ মাউস পয়েন্টার রাখুন।
  4. এরপর PDF or XPS এ ক্লিক করে Save as type এ PDF সিলেক্ট করে Publish করুন।
  5. সাধারণত পিডিএফ ফাইলটি Document এ সেভ হবে। যদি অন্য কোথাও সেভ করতে চান তার জন্য Publish করার আগে Save in সিলেক্ট করতে পারতে পারেন।

 PDF কনভার্টার
কোন সমস্যা হলে কমেন্ট করুন। আর হ্যাঁ কেমন লাগলো জানাতে ভুলবেন না প্লিস। ধন্যবাদ
Previous Post
Next Post

0 comments: