বিভিন্ন কারণে আপনার কম্পিউটারের ফাইল নষ্ট বা হারাতে পারে। ভুলক্রমে মুছে যাওয়া,
হার্ডডিক্স ক্রাশ করা বা ভাইরাস সংক্রান্ত কারণে কম্পিউটার বা ল্যাপটপ থেকে
গুরুত্বপূর্ণ ফাইল মুছে গেলে বেশ বিপদেই পরতে হয়। কিন্তু আপনি যদি সময়মত
ফাইলগুলো সিডি/ডিভিডিতে, নেটওয়ার্ক কম্পিউটারে বা অনলাইনে ব্যাপআপ করে
রাখেন তাহলে সুবিধাই হয়। আজকে এই পোষ্টে আপনার PC বা Laptop এর File বা Folder অনলাইনে ব্যাকআপ রাখার Ge.tt নামে একটি ভালো ওয়েব সাইট শেয়ার করছি। সাইটির বৈশিষ্ঠ অন্যান্য জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইটের থেকে একদম আলেদা। এছাড়াও কয়েকটি জনপ্রিয় ফাইল শেয়ার ও ব্যাকআপ রাখার সাইট হল- Dropbox, Box, Zippyshare, Mediafire, Google ইত্যাদি। নিম্নে Ge.tt এর সুবিধা গুলি আলোচনা করা হল। [ BIOS পাসওয়ার্ড রিমুভ করুন সহজ সরল উপায়ে ]
- ফ্রী Account , ফ্রী সর্বোচ্চ ২ জিবি ফাইল শেয়ারিং।
- ফেসবুক , টুঁটার Account দিয়ে Signup, Login সুবিধা।
- চাইলে টাকা দিয়ে বেশি স্পেস ওয়ালা প্রো প্যাকেজ কিনতে পারার সুবিধা।
- সাময়িক সময়ের জন্য সাইন আপ ছাড়াও তাৎক্ষনিক ফাইল আপলোডিং সুবিধা।
- জলের মতো সহজ পদ্ধতিতে ফাইল আপলোডিং সিস্টেম। যে কেউ এটি ব্যবহার করতে পারে।
- Upload কৃত ফাইল শেয়ারিং এর জন্য ডাইরেক্ট ডাউনলোড লিংক। কোন ফাইল আপলোড করার পরই Download নামের একটি লিংক পাবেন। ওই লিংকটি কপি করে যে কাউকে ডাউনলোডের জন্য শেয়ার করতে পারেন। ডাউনলোড লিংকটি দেখতে অনেকটা এরকম হবেঃ http://ge.tt/api/1/files/4BTiCk62/0/boolb?download
- যেহেতু ডাইরেক্ট ডাউনলোড লিংক সেহেতু বিজ্ঞাপনের ঝামেলার কোন প্রশ্নই নেই।
- সাইটটিতে কোন বিজ্ঞাপন নেই।
- ফাইল Download কতটি হল সেটির নোটিফিকেশন এবং পরিসংখ্যান সিস্টেম রয়েছে।
এটিও পড়ুন - আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ Login করছিল কিনা জেনে নিন? দেখুন অনুপ্রবেশকারীর তালিকাএছারাও অনেক সুবিধা রয়েছে। কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।
0 comments: