Team Viewer এর সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার সহজে নিয়ন্ত্রন করা যায় । তাতে দুটো কম্পিউটারই ইন্টারনেট সংযোগ থাকতে হয়। এই পোষ্টে কিভাবে সফটওয়্যার ছারা আপনার কম্পিউটার থেকে অন্য কম্পিউটার নিয়ন্ত্রন করবেন তাই নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হলো। [ কীভাবে অটোরান ভাইরাস কম্পিউটার থেকে ডিলিট করবেন - Autorun Virus Remover ]
প্রয়োজনীয় উপকরন :
১. কম্পিউটার ।
২. ল্যান (LAN) ক্যাবল।
- ধাপ-১: প্রথমে উভয় কম্পিউটারকে LAN দিয়ে সংযুক্ত করুন।
- ধাপ-২: এরপর run (Win+r) এ গিয়ে ncpa.cpl লিখে ok দিন।
- ধাপ-৩: সেখান থেকে Local Area Connection অথবা Ethernet এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে properties এ যান।
- ধাপ-৪: এরপর internet protocol version 4(TCP/ipv4) এ ডাবল ক্লিক করুন। এবার একটা window আসবে সেখানে use the following ip তে ক্লিক করুন।
এবার আপনার কম্পিউটারে নিচের মত করে দিন :
ip-address : 192.168.1.1আপনার কম্পিউটারে সাথে সংযুক্ত কম্পিউটারে নিচের মত করে দিন :
subnet-mask: 225.255.255.0
ip-address : 192.168.1.2এরপর ok দিয়ে বেরিয়ে আসুন।
subnet-mask: 225.255.255.0
কম্পিউটার LAN এ যুক্ত হয়েছে কিনা কিভাবে বুঝবেন ?
- Commend Prompt খুলুন
- এবং টাইপ করুন ping 192.168.1.2 -t ও Enter চাপুন
- যদি "Riply From 192.168.1.2 : bytes=32 time<1ms TTL=64" এই লেখাটি আসে তবে বুঝতে হবে কম্পিউটার দুটো LAN এ যুক্ত হয়েছে।
ধাপ-৬ : তারপর Change Settings এ ক্লিক করলে দেখবেন যে নিছের মত একটা Window আসবে, সেখানে Remote ট্যাবে ক্লিক করুন।
তারপর Allow Remote Assistance Connections to the Computer এ টিক দিয়ে apply করে ok দিন।
আপনি যে কম্পিউটারকে নিয়ন্ত্রর করতে চান সে কম্পিউটারে ও ধাপ ৪ থেকে ধাপ ৫ এর পূনরাবৃত্তি করুন।
ধাপ-৮ : তারপর Computer এ আপনি যে কম্পিউটারকে নিয়ন্ত্রন করতে চান সে কম্পিউারের নাম বা সেই কম্পিউারের ip-address লিখে connect এ ক্লিক করুন।
দেখবেন যে একটা window আসবে সেখানে আপনি যে কম্পিউটারের নাম দিয়েছিলেন সে কম্পিউটারের desktop দেখা যাবে। এবার আপনি ইচ্ছামত ঐ কম্পিউটারকে নিয়ন্ত্রন করতে পারবেন।
বি:দ্র:
আপনি connect এ ক্লিক করার সাথে আপনি যে কম্পিউটারের নাম দিয়েছিলেন সে কম্পিউটার Log Off হয়ে যাবে।
এটিও পড়ুন -একসাথে একাধিক লেখা কপি ও পেস্ট সফটওয়্যার - Clipx Softwareকোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুকে আপডেট পতে আমাদের ফ্যান পেজটি লাইক দিন। আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন ধন্যবাদ।
0 comments: