Saturday, October 24, 2015

সফটওয়্যার ছাড়াই এক PC থেকে অন্য PC কে নিয়ন্ত্রন করুন - LAN

LAN, নেটওয়ার্কিং, PC হার্ডওয়্যার ট্রাবলশ্যুটিং, Team Viewer এর সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার সহজে নিয়ন্ত্রন করা যায় । তাতে দুটো কম্পিউটারই ইন্টারনেট সংযোগ থাকতে হয়। এই পোষ্টে কিভাবে সফটওয়্যার ছারা আপনার কম্পিউটার থেকে অন্য কম্পিউটার নিয়ন্ত্রন করবেন তাই নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হলো। [ কীভাবে অটোরান ভাইরাস কম্পিউটার থেকে ডিলিট করবেন - Autorun Virus Remover ]

প্রয়োজনীয় উপকরন :
১. কম্পিউটার ।
২. ল্যান (LAN) ক্যাবল।
  • ধাপ-১: প্রথমে উভয় কম্পিউটারকে LAN দিয়ে সংযুক্ত করুন।
  • ধাপ-২: এরপর run (Win+r) এ গিয়ে ncpa.cpl  লিখে ok দিন।
  • ধাপ-৩: সেখান থেকে Local Area Connection অথবা Ethernet এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে properties এ যান।
  • ধাপ-৪: এরপর internet protocol version 4(TCP/ipv4) এ ডাবল ক্লিক করুন। এবার একটা window আসবে সেখানে use the following ip তে ক্লিক করুন।

এবার আপনার কম্পিউটারে নিচের মত করে দিন :
ip-address : 192.168.1.1
subnet-mask: 225.255.255.0
আপনার কম্পিউটারে সাথে সংযুক্ত কম্পিউটারে নিচের মত করে দিন :
ip-address : 192.168.1.2
subnet-mask: 225.255.255.0
এরপর ok দিয়ে বেরিয়ে আসুন।

কম্পিউটার LAN এ যুক্ত হয়েছে কিনা কিভাবে বুঝবেন ?

  • Commend Prompt খুলুন
  • এবং টাইপ করুন ping 192.168.1.2 -t ও Enter চাপুন
  • যদি "Riply From 192.168.1.2 : bytes=32 time<1ms TTL=64" এই লেখাটি আসে তবে বুঝতে হবে কম্পিউটার দুটো LAN এ যুক্ত হয়েছে।
 ধাপ-৫ :  এবার My Computer এ মাউসের রাইট বাটন ক্লিক করে Properties যান।

 ধাপ-৬ : তারপর Change Settings এ ক্লিক করলে দেখবেন যে নিছের মত একটা Window আসবে, সেখানে Remote ট্যাবে ক্লিক করুন।

 তারপর Allow Remote Assistance Connections to the Computer এ টিক দিয়ে apply করে ok দিন।
আপনি যে কম্পিউটারকে নিয়ন্ত্রর করতে চান সে কম্পিউটারে ও ধাপ ৪ থেকে ধাপ ৫ এর পূনরাবৃত্তি করুন।
ধাপ-৭ : এবার run (Win+r) এ গিয়ে mstsc লিখে ok দিন।
ধাপ-৮ : তারপর Computer এ আপনি যে কম্পিউটারকে নিয়ন্ত্রন করতে চান সে কম্পিউারের নাম বা সেই কম্পিউারের ip-address লিখে connect এ ক্লিক করুন।


দেখবেন যে একটা window আসবে সেখানে আপনি যে কম্পিউটারের নাম দিয়েছিলেন সে কম্পিউটারের desktop দেখা যাবে। এবার আপনি ইচ্ছামত ঐ কম্পিউটারকে নিয়ন্ত্রন করতে পারবেন।
বি:দ্র: 
আপনি connect এ ক্লিক করার সাথে আপনি যে কম্পিউটারের নাম দিয়েছিলেন সে কম্পিউটার Log Off হয়ে যাবে।
এটিও পড়ুন -একসাথে একাধিক লেখা কপি ও পেস্ট সফটওয়্যার - Clipx Software
কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুকে আপডেট পতে আমাদের ফ্যান পেজটি লাইক দিন। আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন  ধন্যবাদ।

Saturday, July 4, 2015

ফ্রীতে যে ভাবে লোকাল নেটওয়ার্কে চ্যাটিং করবেন ?

চ্যাট কি এ কথাটি সঙ্গে সকলেই আমরা বেশ পরিচিতি। ইন্টারনটে ছাড়া চ্যাটিং এর কথা চিন্তাই করা যায় না। কিন্তু আপনি যদি লোকাল নেটওয়ার্কের সাথে যুক্ত থাকেন তাহলে নেটওয়ার্কের অনান্য ব্যবহারকারীর সাথে সহজেই চ্যাটিং করতে পারবেন, যা অনলাইনের অনান্য চ্যাটিং এর মতই ।
এটিও পড়ুন -Whats APP এর ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনুন সহজ উপায়ে


ফ্রীতে যে ভাবে লোকাল নেটওয়ার্কে চ্যাটিং করবেন
 
Pop Messenger ( পপম্যাসেঞ্জার ) সফটওয়্যার দ্বারা সহজেই প্রাইভেট চ্যাট, প্রুপ চ্যাট করতে পারবেন এবং সেই সাথে ফাইলও ট্রান্সেফার করতে পারবেন। মাত্র ১.৬৯ মেগাবাইটের শেয়ারওয়্যার এই সফটওয়্যার পণ্যের নিজস্ব ওয়েবসাইট http://www.leadmind.com থেকে বিনামূল্যে ডাউনলোড করে Install করুন।

ফ্রীতে যে ভাবে লোকাল নেটওয়ার্কে চ্যাটিং করবেন ফ্রীতে যে ভাবে লোকাল নেটওয়ার্কে চ্যাটিং করবেন

ইনষ্টলের পরে সয়ংক্রিয়ভাবে পপম্যাসেঞ্জার খুলবে এবং কম্পিউটারে আপনি যে নামে লগইন করেছেন সেই নাম নিক নেম হিসাবে ব্যবহৃত হবে। আপনি চাইলে উপরে Your nickname থেকে তা পরিবর্তন করতে পারবেন। এছাড়াও ডানের প্যানেলে General নামে একটি ডিফল্ট গ্রুপ থাকবে যেখানে অনলাইনে থাকা সকল ব্যবহারকারীর নাম দেখা যাবে। আপনি আপনার গ্রুপের নাম পরিবর্তন বা নতুন গ্রুপ যোগ করতে পারবেন। লোকাল নেটওয়ার্কের অনান্য কম্পিউটারে Pop Messenger (পপম্যাসেঞ্জার ) ইনষ্টল করলে সেগুলো স্বাভাবিকভাবে অনলাইনের আওতায় General নামের ডিফল্ট গ্রুপে আসবে। তবে আপনি ইচ্ছা করলে Status থেকে Available, Away, DND, Offline করে রাখতে পারবেন। এছাড়াও ম্যাসেজ হিষ্টোরি এবং অফলাইন ম্যাসেজ হিষ্টোরি রয়েছে।
ডাউনলোড লিঙ্ক -

ডাউনলোড

http://www.leadmind.com/pmesseng.exe
সোর্স - সমকাল দর্পণ