প্রজুক্তির যুগে সবার পকেটে এখন দামী দামী স্মার্ট ফোন মোবাইল ও ট্যাবলেট। মোবাইল এর যুগে এনড্রয়েড এমন একটি মাধ্যম
যা দিয়ে দারুন সব মজার মজার কাজ করা যাচ্ছে । এমন কিছু অ্যাপ আছে যেগুলো
দুটি এনড্রয়েড মোবাইলে ইন্সটল থাকেই ফ্রী কল চ্যাট করা যায় খুব সহজে ( যেমন Whatapp, imo, Hike ইত্যাদি ) কোন
রকম খরচ ছাড়াই শুধুমাত্র নেট থাকেই হবে। আজকে যে অ্যাপটির কথা বলছি যার নাম Dingtone, এর সাহায্য ফ্রী কল (free calls ), ফ্রী এসএমএস (free text sms), Walkie Talkies, Voice mail ইত্যাদি কাজ সহজে করতে পারবেন যেকোনো ফোন নাম্বারে ।
এটিও পড়ুন -মোবাইল থেকেই স্ক্যান ও PDF বানান সহজ উপায়ে
Dingtone পেতে যা যা করতে হবে
- Google Play থেকে Dingtone ডাউনলোড করতে হবে কিংবা এখানে ক্লিক করে Dingtone সরাসরি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।
- এরপর আপনারএনড্রয়েড মোবাইলে ইন্সটল করে নিন । এবং নিচের ছবিটি লক্ষ্য করুন।

Note : উপরের ফটো লক্ষ করুন আপনি ফ্রী কল , ফ্রী টেক্সট , ভয়েস মেল ,
Dingtone থেকে Dingtone ফ্রী কল করতে পারবেন ।
- এবার Sing up এ ক্লিক করলেই একটি নতুন পেজ আসবে সেখান থেকে Email বা Facebook এ ক্লিক করে অ্যাকাউন্ট করে নিন ।
এবার কিছু অপশন আসবে সেগুল সঠিক ভাবে কাজ করলেই নিচের মত একটি অপশন আসবে সেখান থেকে Start Using Dingtone এ ক্লিক করুন -

- উপরের মত ক্লিক করলেই আপনাকে নাম ইত্যাদি দিতে বলবে সেগুল সঠিক ভাবে দিয়ে দিন এবং দেখুন আপনি ক্রেডিট হিসাবে ১৫ পেয়ে যাবে -

Note :- আপনি যদি আরও ক্রেডিট যুক্ত করাতে চান বেশি বেশি ফোন করার জন্য তাহলে Get
Credits এ ক্লিক করুন তাহলে আপনি দুটি অপশন পাবেন একটি ভিডিও দেখে এবং একটি
অ্যাপ ইন্সটল করে।
যেভাবে ইচ্ছে ক্রেডিট যুক্ত করতে পারেন
আমি অ্যাপ ইন্সটল করে ৫০ ক্রেডিট যুক্ত করেছি, নিচের ছবিটি দেখুন -

ব্যাস, এবার আপনি এই ক্রেডিট দিয়েই যেকোনো ফোন নাম্বারে যেকোনো দেশে কল করতে
পারবেন।
আজ এখানেই , সঙ্গে থাকুন আমাদের নতুন অয়েবসাইট আগমনী বার্তা পড়ুন ও অন্যকেও পড়তে বলুন। ধন্যবাদ।
0 comments: