Sunday, May 8, 2016

কার্টুন ছবি বানান বাড়িতে বসেই ! Cartoon Maker

কার্টুন (Cartoon) ছবি যেমন অনেকে দেখতে ভালোবাসেন তেমনি অনেকে আছেন যে, এই কার্টুন ছবি বানানোর ইচ্ছে।  আপনি অ্যানিমেটেড কার্টুন ছবি বানাতে চান কিন্তু কিভাবে বানাবেন বুঝতে পারছেন না তো ? তাহলে ওয়েব কার্টুন মেকার (Web Cartoon Maker) আপনার জন্য একটি উপযুক্ত হাতিয়ার। 

ওয়েব কার্টুন মেকার ( Web Cartoon Maker ) কার্টুন তৈরী C++ স্ক্রিপ্টস কম্পাইল  করে।  যদিও এটি ভীতিকর শব্দ হতে পারে এবং আপনি ভাবতে শুরু করতে পারেন যে এটি দিয়ে কাজ করতে হলে আপনার হয়ত অনেক ভালো প্রোগ্র্যাম জানা থাকতে হবে! কোনো ভয় নেই, কারণ এর অফিসিয়াল ওয়েবসাইটে অনেক সহায়ক টিউটোরিয়াল পাবেন।

টিউটোরিয়ালগুলোতে প্রাক্টিকাল স্ক্রিপ্ট অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে বৈচিত্রপূর্ণ ফলাফল অর্জন করতে পারেন খুব সহজেই।
মূলত, আপনাকে শুধু সঠিক স্ক্রিপ্ট দিতে হবে সফটওয়্যারটির ভেতর। যেমন winking, walking এবং talking।
Download Links: 
Previous Post
Next Post

0 comments: