Monday, May 9, 2016

Whatsapp এ এবার Bold বা Italics-এ লিখুন - হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার

হোয়াটসঅ্যাপ (Whatsapp) একটি লেখা, ছবি, ভিডিও বা ভয়েস মেসেজ করার একটি সবচেয়ে জনপ্রিয় মেসেঞ্জার। এতোদিন আপনি শুধু জানতেন, হোয়াটসঅ্যাপে শুধু লেখা (Text), ছবি (picture), ভিডিও (Video) বা ভয়েস মেসেজ (Voice Message) ইত্যাদি পাঠানো যেত বলে জানতেন। এককথায় কোনও লেখাকে নিজের মতো করে ফরম্যাট করা যেত না। যে স্টাইল দেওয়া থাকে, সেই ফন্ট স্টাইলেই আপনাকে মেসেজ টেক্সট করতে হতো। কিন্তু এবার আপনি লেখাকে আপনার মনের মতো করে লিখতে পারবেন।

কিভাবে করবেন ?

  • কোনও লেখা বোল্ড আকারে লিখতে গেলে কোনও শব্দ বা বাক্যের শুরু ও শেষে '*' দিতে হবে। যেমন *Bold*। 
  • কোনও লেখা ইটালিকসে লিখতে হলে দুদিকে '_' (আন্ডারস্কোর) চিহ্ন দিতে হবে '_Italics_' এইভাবে।
  • কোনও লেখা মাঝখান থেকে কাটতে চাইলে অর্থাৎ 'স্ট্রাইক থ্রু' করতে চাইলে ~Strike Through~ এভাবে লিখতে হবে।
Note: যদি নিজের মোবাইলে এটি করে ফল না পান তাহলে নিজের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটি আপডেট করতে হবে। বিস্তারিত জানতে পারবেন- আগমনী বার্তা 'য়

Download Links:
Whatapp messenger Download Link1 | Whatapp messenger Download Link2
Previous Post
Next Post

0 comments: