Friday, April 10, 2015

অ্যান্ড্রয়েড ফোনের জন্য কিছু জনপ্রিয় বাংলা কীবোর্ড - সম্পূর্ণ বিনামূল্যে !!

স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেরেই চলছে। কিন্তু বেশির ভাগ ব্যবহারকারী ঠিকঠাক বাংলা লিখতে পারেনা। ব্যাপারটা কিছুটা বিরক্তিকর সত্যি। কারন অ্যান্ড্রয়েড ফোনে বিল্ট ইন বাংলা কী বোর্ড থাকে না। প্রয়োজনে আমাদের সংগ্রহ করে নিতে হয়। তাই আপনাদের জন্য ব্যবহার উপযোগী এবং জনপ্রিয় কয়েকটি অ্যান্ড্রয়েডের বাংলা কী বোর্ড  নিয়ে আলোচনা করেছি। এবার থেকে আপনিও বিনা-বাঁধায় ঝকঝকা সুন্দর বাংলা লিখতে পারবেন।
বহুল জনপ্রিয় ও ব্যবহারে সহজ তিনটি বাংলা কী বোর্ড যেমন- মায়াবী কীবোর্ড, রিদমিক কীবোর্ড, অভ্র কীবোর্ড নিয়ে আলোচনা করছি। চাইলে সবগুলো কীবোর্ড ব্যবহার করে দেখতে পারেন। যেটা আপনার ভাল লাগবে সেটি ব্যবহার করবেন।

মায়াবী বাংলা কীবোর্ডঃ

অ্যান্ড্রয়েডের ( Android ) বাংলা লিখার জন্য সবচেয়ে প্রয়োজনীয় কীবোর্ড হল মায়াবী কীবোর্ড। এই কীবোর্ডের সাহায্যে সহজে বাংলা দ্রুত লেখার জন্য রয়েছে ১) বাংলা ও ইংলিশ শব্দের prediction/ suggestion , ২) রয়েছে Cut, Copy, Paste এর সুবিধা, ৩) বিভিন্ন রকমের থিম সহ যেমন -জিঞ্জারব্রেড, আইসক্রিম স্যান্ডউইচ ও রিদ্মিক থিম , ৪) চাইলে একই সাথে ফনেটিক, উনিজয় ও জাতীয় লেআউটে লেখা যায় এছাড়াও রইয়েছে অনেক ফিচার। যার কারনে মায়াবী কী বোর্ডের তুলনা সে নিজেই।

মায়াবী বাংলা কীবোর্ডের স্ক্রীনশটঃ

মায়াবী কীবোর্ড

ডাউনলোড লিঙ্ক ১) গুগল প্লে-স্টোর হতে ইনস্টল 
ডাউনলোড লিঙ্ক ২) কিংবা এখানে ক্লিক করুন ...

অভ্র বাংলা কীবোর্ডঃ

অতি পরিচিত বাংলা কীবোর্ড হল অভ্র বাংলা কী বোর্ড কম্পিউটারে যারা অভ্র ব্যবহার করে অভ্যস্থ তারাই একমাত্র জানেন অভ্রের মজা কি! নিম্নে অভ্রের বেশ কিছু চমৎকার ফিচার তুলে ধরা।

অভ্র বাংলা কীবোর্ডের স্ক্রীনশটঃ
অভ্র কীবোর্ড

অভ্র কিবোর্ডের কিছু বিশেষ বিশেষ ফিচারঃ

  • অভ্র ফনেটিক স্টাইলে বাংলা লিখার সুবিধা রয়েছে।
  • অন্য কোন বাংলা কীবোর্ড এর দরকার নেই।
  • মোবাইলের ইংলিশ কীবোর্ড ব্যাবহার করেই বাংলা লেখা যায়।
  • এখানে যুক্তাক্ষর লেখা খুবই সহজ।
  • রয়েছে টেক্সট কপি করার বিশেষ সুবিধা।
  • সহজে টেক্সট শেয়ার করা যায় (Facebook, Gmail, Google+, Message, Email, Facebook Messenger ইত্যাদি)
  • লেখার সময় খুব সহজেই লেখার মাধ্যম (বাংলা / English) পরিবর্তন করা যায়।
ডাউনলোড লিঙ্ক ১) গুগল প্লে-স্টোর হতে ইনস্টল 
ডাউনলোড লিঙ্ক ২) কিংবা এখানে ক্লিক করুন ...

রিদ্মিক কীবোর্ডঃ

রিদমিক কীবোর্ডটাও ঠিক মায়াবী কীবোর্ডের মতই। আপনারা যারা বিজয় ব্যবহার করেন, তাদের জন্যও রয়েছে সুব্যবস্থা। নিম্নে বেশ কিছু বিশেষ ফিচার আলোচনা করা হল-

রিদ্মিক কীবোর্ডের স্ক্রীনশটঃ

রিদমিক কী বোর্ড

রিদ্মিক কিবোর্ডের কিছু বিশেষ ফিচারঃ
  • এটি ইউনিজয় ও ফোনেটিক লেআউট সাপোর্ট করে। ফলে বিজয় ব্যবহারকারীরাও সহজে বাংলা লিখতে পারবেন।
  • এই কিবোর্ডে রয়েছে বিভিন্ন ডিজাইন যা আপনার ডিভাইসের থিমের সঙ্গে সহজেই মানানসই করে নিতে পারবেন।
ডাউনলোড লিঙ্ক ১) গুগল প্লে-স্টোর হতে ইনস্টল 
ডাউনলোড লিঙ্ক ২) কিংবা এখানে ক্লিক করুন ...
কোন সমস্যা হলে কমেন্ট করবেন। ভালো ও সুস্থ থাকুন ধ্যন্যবাদ।
Previous Post
Next Post