Wednesday, April 15, 2015

Batch প্রোগ্রামিং দিয়ে বানিয়ে নিন নিজের পছন্দ মতো কাজের সফটওয়্যার -Notepad 2015

Batch ফাইল কি? তা নিয়ে এর আগের পোষ্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজ আপনাদের সাথে কিছু ছোট ছোট Batch File Programming কোড নিয়ে শেয়ার করছি যেগুলো আপনার কাজে আসতে পারে ।  Batch Programming আমাদের নানা সময়ে নানান কাজে আসে বিশেষ করে যারা প্রোগ্রামিং এর কাজ করেন। Batch File প্রোগ্রামিং দিয়ে আপনিও শুরু করতে পারেন কম্পিউটার প্রোগ্রামিং। আপনিও হতে পারেন একজন ভালো প্রোগ্রামার। চাইলে Batch ফাইল কি? Barch file দ্বারা বানিয়ে ফেলুন হিসেবের ক্যালকুলেটর পোষ্টেটি দেখে নিতে পারেন, আপনিও বানিয়ে নিতে পারবেন Batch file  এর মাধ্যমে সুন্দর ও সহজ একটি হিসেবের ক্যালকুলেটর । 
কম্পিউটার জগত

কি ভাবে Batch ফাইল বানাবেন?

শুধু Batch Command কমেট গুলি Notepad এ লিখার পর  .bat বলে সেভ করে দিলেই এটা কাজ করবে। Batch File এর মুল ভিত্তি হল Cmd। প্রোগ্রামিং এর বেসিক বা ভিত্তি হল এই DOS বা CMD বা Batch file.
এটিও পড়ুন - ফ্রী বাংলা ডিকশনারি আপনার কম্পিউটারের জন্য - All In One

কিভাবে নিয়মিত আপনার সেভ গেম বা জরুরি ডাটা Backup নেবেন
এক্ষেত্রে কোন Automatic Data Backup Software এর প্রয়োজন নেই Notepad এ নিচের Command টা লিখে ,bat এ সেভ করে ফেলুন

xcopy /h /e /c /s /y /r /i “D:\Data” “F:\Backup”
এখানে “D:\Data” টা হল আপনার গুরুত্বপূর্ণ Data আর  “F:\Backup” টা হল সেই Data সেভ রাখার স্থান। আপনি এগুল ইচ্ছে মত পরিবর্তন করতে পারবেন

Temp ফাইল নিয়মিত পরিস্কার করুন

rd %tmp% /q /s

কোন প্রোগ্রামকে Batch ফাইল দিয়ে চালাতে চাইলে [আমি bangla dictonary চালাচ্ছি]

"C:\Program Files\BanglaDictionary\BDic.exe"

Desktop এ অগণিত ফোল্ডার বানাতে হলে

:xmd %UserProfile%\Desktop\%random%goto x

কম্পিউটার এর সময় পরিবর্তন করতে হলে

Time 00:00:00.00

কম্পিউটার এর তারিখ পরিবর্তন করতে হলে

Date 01/01/2000

New User Account [Administrator1 হল নতুন Account]

Net user Administrator1 /add

মাউস পয়েন্টার উল্টে (বামটাকে ডান করতে) দিতে হলে

RUNDLL32.EXE USER32.DLL,SwapMouseButton
উপরের সব ক্ষেত্রেই Code গুলি কপি করে নোটপ্যাডে Paste করে করুন এবং সেভ করার সময় .bat ( যেমন - abc.bat) নামে দিয়ে সেভ করুন। কোন সমস্যা হলে কমেন্ট করুন। ধন্যবাদ।
Previous Post
Next Post