Tuesday, August 23, 2016

অটোক্যাড এর দরকারিয় শর্টকাট কী - AutoCAD

অটোক্যাড (AutoCAD - Computer Aided Design ) একটি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। এটি অটোডেস্ক ইনকর্পোরেটেড কর্তৃক উদ্ভাবিত টুডি (2D) এবং থ্রিডি (3D) ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। অটোক্যাড এর ক্যাড (CAD) শব্দের অর্থ হলো কম্পিউটার এইডে্ড ডিজাইন (Computer Aided Design)। যার শাব্দিক অর্থ হলো কম্পিউটারের সাহায্যে নকশা অঙ্কন। অটোক্যাডের সাহায্যে সাধারণ ড্রইং ছাড়াও ডিজাইন, ব্লক, সিম্বল, লোগো ডিজাইন, গ্রিল ডিজাইন, এমব্রয়ডারী ডিজাইন ইত্যাদি সহজে তৈরি করা যায়।
অটোক্যাড

অটোক্যাড  AutoCAD শর্টকাট কী পর্ব- ১


শর্ট কী
শর্ট কী এর ব্যবহার
A
ARC আঁকার জন্য
AL
কোনো অবজেক্টকে অন্য অবজেক্টেও সাপেক্ষে Align করার জন্য
AR
ARRAY ডায়ালগ বক্সটি ওপেন হবে
C
CIRCLE আঁকার জন্য
CO
কোন অবজেক্টকে Copy করার জন্য
CHA
Chamfer তৈরীর জন্য
COL
COLOR ডায়ালগ বক্সটি ওপেন হবে
D
Dimension Style Manager ওপেন হবে
DI
Distance বা দূরত্ব পরিমাপের জন্য
DO
 Solid শেপ বৃত্ত আঁকার জন্য
E
 কোন অবজেক্ট বা অবজেক্টের অংশ বিশেষ মুছার জন্য
EX
অবজেক্টের পরিধি বর্ধিত করার জন্য
F
FILLET করার জন্য
FLATTEN
 কোন 3D অবজেক্টকে 2D করার জন্য
G
GROUP ডায়ালগ বক্স ওপেন হবে
H
HATCH ডায়ালগ বক্স ওপেন হবে
IM
ড্রয়িংয়ে IMAGE ইনসার্ট করার জন্য
JPGOUT
 ড্রয়িংকে JPG ফরমেটে সেইভ করার জন্য
L
LINE আঁকার জন্য
LA
Layer Properties Manager ওপেন হবে
LEAD
তীর চিন্থ আঁকার জন্য
LI
অটোক্যাড টেক্সট উইন্ডো ওপেন হবে
LO
LAYOUT অপশনগুলি দেখা যাবে
LTS
লাইনটাইপ স্কেল পরিবর্তন করে
M
কোন সিলেক্টেড অবজেক্টকে Move করার জন্য ব্যবহৃত হয়
MA
দুট অবজেক্টের Properties এক করার জন্য
MI
অবজেক্টকে Mirror করার জন্য
O
Offset তৈরীর জন্য
P
 ড্রয়িং বড় করে দেখার একটি প্রক্রিয়া
PL
Polyline আঁকার জন্য
PLOT
plot/print ডায়ালগ বক্স ওপেন করে
DDPTYPE
pointstyle পরিবর্তন করা যায়
PR
 PROPERTIES ডায়ালগ বক্স ওপেন হবে
REC
Rectangle আঁকার জন্য
REN
Blocks,  Layer  ইত্যাদির নাম পরির্বতনের জন্য
RO
কোন অবজেক্টকে রোটেট বা ঘুরানোর জন্য
SP
 টেক্সেটের বানান চেক করার জন্য
T
Multiline Text লিখার জন্য
TB
TABLE আঁকার জন্য
TR
Trim করার জন্য
U
শেষ কমান্ডটিকে Undo করার জন্য
UN
 UNITS ডায়ালগ বক্স ওপেন করে
V
 VIEW ডায়ালগ বক্স ওপেন করে
Z
 ZOOM করার জন্য
CTRL+1
 properties প্যানেল on/off হবে
CTRL+2  
ডিজাইন সেন্টার অন/অফ হবে
CTRL+3
 Tool Palettes অন/অফ হবে
CTRL+8
 Calculator window অন/অফ হবে
CTRL+A
সবকিছু সিলেক্ট হবে
CTRL+C
কোন অবজেক্ট কপি করার জন্য
CTRL+H
 গ্রুপ অন/অফ হবে
CTRL+J
 শেষ কমান্ডের পুনারাবৃত্তির জন্য
CTRL+N
NEW ডায়ালগ বক্স ওপেন হবে
CTRL+O
Open ডায়ালগ বক্স ওপেন হবে
CTRL+P
PLOT ডায়ালগ বক্স ওপেন হবে
CTRL+S
SAVE ডায়ালগ বক্স ওপেন হবে
CTRL+SHIFT+S
Save as ডায়ালগ বক্স ওপেন হবে
CTRL+V
কোন অবজেক্ট Paste করার জন্য
CTRL+X
কোন অবজেক্ট Cut করার জন্য
CTRL+Y
REDO করার জন্য
CTRL+Z
UNDO করার জন্য
DDI
 সার্কেল/আর্কের ডায়ামিটার প্রর্দশন করে
ML
 Multilines টেক্সট লিখার জন্য
POL
POLYGON আকাঁর জন্য
LW
LWEIGHT ডায়ালগ বক্স ওপেন হবে
F1
HELP ওপেন হবে
F2
 অটোক্যাড টেক্সট উন্ডো ওপেন হলে
F7
 GRID অন/অফ হবে
F8
ORTHO অন/অফ হবে
F9
 SNAP অন/অফ হবে

ডাউনলোড
অটোক্যাড এস সব কী গুলি একত্রে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Previous Post
Next Post

0 comments: