Tuesday, August 23, 2016

কীবোর্ডের F ও J লেখা বোতামের উপরে উঁচু দাগ থাকে, কেন জানেন কি

কীবোর্ড শর্টকাট কী নিনে এর আগে অনেক পোষ্ট করা হয়েছে। আজকে একটু কীবোর্ডের ভিন্ন ধর্মী পোষ্ট শেয়ার করছি। আমরা কম্পিউটারের কীবোর্ড সর্বদা ব্যবহার করলেও অনেকের কাছে এখনও কীবোর্ডের কিছু কিছু তথ্য অজানা। যেমন - কি বোর্ডে 'F' ও 'J'-র উপরে একটি করে লম্বাটে উঁচু দাগ থাকে কেন জানেন কি? না জানলে জেনে নিন -


কীবোর্ডের F ও J লেখা বোতামের উপরে উঁচু দাগ থাকে, কেন জানেন কি

  • একঃ কি বোর্ডের উপরে 'F' ও 'J' লেখা বোতামের উপরে একটি করে উঁচু দাগ থাকে। যদি দেখেন কোনও কি বোর্ডে তা নেই তাহলে বুঝবেন কি বোর্ডটি ১৫ বছরের বেশি পুরনো।
  • দুইঃ- এই ধরনের উঁচু দাগ থাকার ফলে কোন বোতাম কোথায় রয়েছে তা সম্পর্কে আন্দাজ করতে বিশেষ সুবিধা হয়। ফলে টাইপ অনেক বেশি গতিশীল হয়।
  • তিনঃ-এই দুটি বোতামে হাত রেখেই নিজেদের সেট করে নেন পেশাদার টাইপিস্টরা। ফলে কি বোর্ডের দিকে না তাকিয়েই অনায়াসে লিখতে পারেন তারা। 
  • চারঃ- সব ধরনের কি বোর্ডেই এই উঁচু দাগ থাকে। কোনও মানুষ দৃষ্টিশক্তি কমে আসলে কি বোর্ডে টাইপ করতে অসুবিধায় পড়তে পারেন। তবে যদি 'F' ও 'J' কে আঙুলের ডগায় নিয়ে টাইপ করেন তাহলেও অনেক সহজে কোনও লেখা লিখতে সুবিধা হবে।
Previous Post
Next Post

0 comments: