Sunday, February 22, 2015

BIOS পাসওয়ার্ড রিমুভ করুন সহজ সরল উপায়ে

BIOS কি?

BIOS অর্থ হল “Basic Input Output System”। BIOS –এর মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয় । পিসি Boot ( বুট ) করা এবং সিপিইউ কতৃক বিভিন্ন কম্পোনেন্ট একসেস করার জন্য বায়োস ব্যবহার করা হয় । বায়োসে প্রোগ্রাম কোডিং করা থাকে যা দ্বারা মৌলিক এবং লো -লেবেলের ফাংশনগুলো সম্পাদন করা হয় ।
এটিও পড়ুন -পিসিতে ড্রাইভার install করুন CD ছারাই
 কিন্তু এখন কথা হল কোন কারনে আমাদের BIOS সেটিং পরিবর্তন করতে হয়। তখন দেখা গেল আপনার BIOS পাসওয়ার্ড প্রটেক্টটেড এমনকি আপনার BIOS পাসওয়ার্ড কি তাও কাজের চাপে ভুলে গেছেন। তখন করবেন কি ? হতাশ হয়ে আপনার কম্পিউটার সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন , কহনও না এবার আপনি নিজে নিজে আপনার PC বা Laptop এর পাসওয়ার্ড রিমুভ করে নিন।

কিভাবে BIOS পাসওয়ার্ড রিমুভ করবেন ?

পদ্ধতি ১

  1. প্রথমে CPU খুলুন
  2. এরপর motherboard টি লক্ষ্য করুন
  3. এরপর Battery(3V) খুলে ফেলুন
  4. তারপর মাদারবোর্ড থেকে Battery(3V) টি খুলে বলুন
  5. ৩০ সেকেন্ড অপেক্ষা করে আবার Battery(3V) লাগিয়ে দিন।
এরপর আপনার কম্পিউটারটি চালিয়ে দেখুন। আশা করি আপনার সমস্যা সমাধান হবে। তবু সমস্যা হলে নিচের পদ্ধতি অবলম্বন করুন।

BIOS পাসওয়ার্ড

 পদ্ধতি ২

আগের কম্পিউটারে মাদারবোর্ড এর সাথে লাগানো ব্যাটারী খুলে ফেললে BIOS এর পাসওয়ার্ড রিমুভ হয়ে যেত। কিন্তু এখনকার পিসি তে মাদারবোর্ড এর সাথে লাগানো ব্যাটারী খুলে ফেললে BIOS এর পাসওয়ার্ড রিমুভ হয় না। এর কারন এখনকার পিসি তে BIOS ব্যাটারি এর পাশে CLR_CMOS নামে একটি জাম্পার থাকে এটি খুলে লাগালে আপনার পিসি এর BIOS পাসওয়ার্ড রিমুভ হয়ে যাবে।
নিচের ছবিটি লক্ষ্য করতে পারেন।
BIOS পাসওয়ার্ড
 আশা করি আপনার সমস্যা সমাধান হবে। ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের জানেতে ভুলবেন না। ধন্যবাদ।

Friday, February 13, 2015

সফটওয়্যার ছাড়াই PC তে চালান Whatsapp একদম ফ্রি !!!


Whatsapp  কি ?

Whatsapp কি কমবেশি সকলেই জানি, এটি নিয়ে নতুন করে আমার বলার কিছু নেই । তবু সংক্ষিপ্ত ভাবে বলছি- Whatapp হচ্ছে messaging app যার মাধ্যমে আমার সহজে SMS পাঠাতে বা গ্রহণ করতে পারি। WhatsApp Messenger টি Android সাপোর্ট  বিভিন্ন মোবাইল ফোন যেমন - iPhone, BlackBerry, Windows Phone, Android এবং Nokia দ্বারা চালনা করা যায়। কিন্তু এই APP টি কম্পিউটারে কিংবা ল্যাপটপে চলে না। 
কিন্তু অনেক বন্ধু আছেন যাদের Android ফোন নেই অথচ Whatapp messenger টি ব্যবহার করতে ইচ্ছে করছে। তাদের জন্যই আজকের এই পোষ্ট। আশাকরি আপনাদের ভাল লাগবে । তাহলে চলুন শুরু করা যাক । কিভাবে Whatapp কম্পিউটারে চালনা করা যায়
Whatsapp
 পদ্ধতি ১।
  • আপনি যে APP ব্যবহার করতে চান তা প্রথমে Google Play থেকে আপনার কম্পিউটারে ডাউনলোড করে নিন। এখানে আমি Whatapp এর উদাহরণ দিয়ে দেখালাম। প্রথমে whatsapp লগইন করুন।
  •  তারপর whatsapp সাইটের উপরে মেনুর নিচে App এ ক্লিক করুন এবং আপনি whatsapp হোম থেকে একটি এনড্রয়েড  ডিভাইস এর অ্যাপ ডাউনলোড করে নিন। আপনি অন্য অ্যাপও ডাউনলোড করে চেক করতে পারেন । 
পদ্ধতি ২।

  • এরপর আমাদের একটি ওয়েবসাইট এর সাহায্য নিতে হবে যার নাম manymo । এখান আপনি manymo সাইটে প্রবেশ করুন। কিংবা এখানে ক্লিক করে manymo সাইটে প্রবেশ করুন।  
  • manymo সাইটে একটি অ্যাকাউন্ট বানান। যেভাবে Facebook বা অন্যান্য সাইটে অ্যাকাউন্ট বানান ঠিক সেই ভাবেই অ্যাকাউন্ট বানাবেন। 
  • তারপর আপনার অ্যাকাউন্ট করা ইমেলে গিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিন এবং লগইন করুন ।

Whatsapp

  • এবার ডাউনলোড করা Whatsapp অ্যাপটি PC তে যেখানে সেভ করেছেন সেখান থেকে Upload করুন । একটু অপেক্ষা করুন নেট স্পীড এর উপর নির্ভর করবে আপলোড হতে । যাই হোক আপলোড হয়ে গেল আপনি ডিভাইস সিলেক্ট করুন নিচের চিত্রের মত -
Whatsapp





ব্যাস!!!! Upload হয়ে গেলেই আপনি আপনার আপলোড করা APP টি সেই ডিভাইসে দেখতে পারবেন ও ব্যবহার করতে পারবেন। এভাবে আপনি যে কোন APP আপনার PC তেওপেন করে ব্যবহার করতে পারবেন । 

Tuesday, February 10, 2015

ফ্রি কম্পিউটার ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার - অসাধারন ডিজাইনের !!!!!

ওয়ালপেপার কি 

ওয়ালপেপার হচ্ছে কম্পিউটার , মোবাইল কিংবা কমনিকেশণ ডিভাইস বা ইলেক্ট্রনিক্স ডিভাইসের সুসজ্জিত করার ব্যাকগ্রাউন্ড ফটো বা ইমেজ। এছারাও Desktop wallpaper, Desktop background, Desktop Picture কিংবা Desktop Image বলতে পারি। এককথায় কম্পিউটারের বা ল্যাপটপের বা মোবাইলের স্কিন পিকচারকেই ওয়ালপেপার বলি। 
এটিও পড়ুন- কীভাবে WI-FI অথবা LAN এর স্পীড হ্যাক করবেন - গোপনীয়তা বজায় রেখে
আজ আমি আপনার কম্পিউটার ও ল্যাপটপের জন্য Windows বেস মোস্ট পপুলার কিছু ওয়ালপেপার শেয়ার করছি। প্রত্যেকটি পিকচার অসাধারন ডিজাইনের ও হাই রেজুলেশন ডেস্কটপ ওয়ালপেপার। তো আসুন দেখে নিন ডেস্কটপ Wallpaper গুলি।

Window Drop ( Window ড্রপ পিকচার )


Window Drop ( Window ড্রপ পিকচার )

Nice XP Wallpaper

Nice XP Wallpaper

 Cute Nice Desktop wallpaper

 Cute Nice Desktop wallpaper

Window Flower Wallpaper

Window Flower Wallpaper

Windows 8 wallpaper

 Cute Nice Desktop wallpaper

Windows Dark Wallpaper

 Cute Nice Desktop wallpaper

Windows sky Base wallpaper

Windows sky Base wallpaper

Windows vista Base wallpaper

Windows vista Base wallpaper
পিকচার সোর্স -picpulp
কম্পিউটারের কিংবা মোবাইল এর ডেস্কটপ পিকচার কিংবা ওয়ালপেপার ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন।

Monday, February 2, 2015

কম্পিউটার থেকে কিভাবে চোখকে সুরক্ষিত রাখবেন ? New !!

বর্তমান সময়ে কম্পিউটার আর ইন্টারনেট শব্দ দুইটা আমাদের প্রাত্যাহিক জীবনের সাথে অঙ্গাঙ্গী ভাবে নীবির জড়িত। কম্পিউটার আর ইন্টারনেট ছাড়া মনে হয় আমাদের জীবন প্রায়ই চলেই না। এখন অফিস আদালত, স্কুল কলেজ প্রায় সব জায়গায় কম্পিউটার ব্যবহার হয়। এমন কি চলতে- ফিরতে বাস, মটর গাড়ী,  ট্রাম, ট্রেন ইত্যাদি জায়গায় ও কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে দেখা যায়।  তাছাড়া কম্পিউটারে বসে দৈনন্দিন পত্রিকা পড়ার কথা আর নাই বা বললাম। এখন কথা হল -অনেক সময় ধরে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনিটরের আলোতে আমাদের চোখে প্রবলেম শুরু হয়। আজকে আমি আপনাদের এমন একটি সফটওয়্যার এর কথা বলবো যেটা আপনার আমার সবার কম্পিউটারের মনিটরের আলো নিয়ন্ত্রণ করে আমাদের চোখকে সুরক্ষিত রাখবে।
এটিও পড়ুন -যে কোন গান কিংবা ভিডিও তে নিজের ফটো জুরে দিন সহজ সরল উপায়ে
এবার শুনে নেওয়া যাক সফটওয়্যারটির নাম, সফটওয়্যারটির নাম F.lux । এটা স্বয়ংক্রিয়ভাবে আপনার আমার কম্পিউটারের মনিটরের আলো বাড়িয়ে-কমিয়ে মনিটরের আলোকে নিয়ন্ত্রণ করে আর আমাদের চোখের জন্য সংবেদনশীল বজায় রাখবে।
কম্পিউটার থেকে কিভাবে চোখকে সুরক্ষিত

 ডাউনলোডঃ

F.lux সফটওয়্যারটি উইন্ডোজ এর সকল ভার্সনেই কাজ করবে। ডাউনলোড করতে এখান ক্লিক করুন ।

আপনাকে যা যা করে হবে

  • ১. প্রথমে সফটওয়্যারটা ডাউনলোড করে ইন্সটল করে নেন।
  • ২.এরপর সফটওয়্যারটা ওপেন করলে আপনি সব অপশন দেখতে পাবেন।
  • ৩. F.lux যখন ওপেন করবেন তখন আপনার টাইম-জোন স্বয়ংক্রিয়ভাবে সিলেক্ট করে নিবে এবং আপনার মনিটরের আলোকে হ্যালোজেন, ফ্লুরোসেন্ট অথবা ডে-লাইট এ পরিবর্তন করবে।

কম্পিউটার থেকে কিভাবে চোখকে সুরক্ষিত
  • ৪. আপনি Change Setting অপশন ব্যাবহার করে আপনার নিজের মত করে সেটিংস করতে পারবেন।
  • ৫. সেটিংস অপশনে গেলে আপনি আপনার দিনের অথবা রাতের আলোকে নিজের পছন্দ মতো বাড়িয়ে-কমিয়ে নিতে পারবেন।
  • ৬. আপনি আপনার সঠিক Latitude দিয়ে আপনার লোকেশন ঠিক করে দিতে পারবেন।
  • ৭. কালার সেনসিটিভ কাজ যেমন ওয়েব-ডিজাইনিং, ফটো-এডিটিং, অ্যানিমেশন তৈরি, গ্রাফিক্স-ডিজাইনিং এর সময় এটাকে ডিজেবল বাটন দ্বারা বন্ধ করে রাখতে পারবেন।

কিভাবে বুঝবেন F.lux আপনার কম্পিউটারে কাজ করছে কিনাঃ

আপনি খুব সহজেই নির্ণয় করতে পারবেন কম্পিউটারে কাজ করছে কিনা শুধু F.lux সফটওয়্যারটাকে কিছু সময়ের জন্য ডিজেবল করে রাখুন। দেখবেন আপনার মনিটরের কিছুটা হলেও আলোক পরিবর্তন হয়েছে।
এখন এখানেই। কোন সমস্যা হলে কমেন্ট করুন। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

Friday, January 30, 2015

কিভাবে মুছে ফেলবেন PC বা Laptop এ থাকা ডুপ্লিকেট ফাইল ফোল্ডার

আজ আমি শেয়ার করবো কিভাবে আপনি আপনার কম্পিউটারের ( PC ) বা Laptop এর Duplicate ফাইল বা ফোল্ডার খুঁজে ডিলিট করবেন?
এটিও পড়ুন - আজীবন আয় করুন সোশ্যাল নেটওয়ার্ক সাইট থেকে
duplicate file

আপনার কম্পিউটারে যদি হাজার হাজার ছবি বা গান থাকে তাহলে একই ফাইল ভিন্ন ভিন্ন ফোল্ডারে একাধিকবার থাকতে পারে। গানের ক্ষেত্রে এটি বেশী হয়ে থাকে, ফলে অযথা যায়গা নষ্ট হয়। কেননা হজার হাজার ফাইল আমাদের কম্পিউটারে কোথায় কি আছে মনে রাখা সম্ভব নয়? আপনি খুঁজে খুঁজে এই ডুপ্লিকেট (Duplicate) ফাইলগুলো মুছে ফেলতে গেলে বেশ সময় লাগে। হয়তো সময়ের তাগিদে একসময় আপনি ডুপ্লিকেট (Duplicate) ফাইল খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবেন, তবু সম্পূর্ণ Duplcate ফাইল কম্পিউটার থেকে নির্মূল করতে পারবেন না।  সেক্ষেত্রে আপনি ডাবলকিলার সফটওয়্যারের সাহায্যে সহজেই একই নামের সকল ফাইল খুঁজে বেড় করে মুছে ফেলতে পারেন। সফটওয়্যারটি নিজে থেকেই ডুপ্লিকেট ফাইল খুঁজে বেড় করবে। এরপরে চাইলে সহজে প্রথম ফাইলটি রেখে বাকি ডুপ্লিকেট ফাইলগুলো মুছে ফেলতে পারবেন। ৪০৬ কিলোবাইটের এই ফ্রি সফটওয়্যারটি।
সফটওয়্যার টির ডাউনলোড লিঙ্ক -  Doublekiller 
কিংবা এখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন ।