Excel শব্দের আভিধানিক অর্থ শ্রেষ্ঠতর বা উৎকৃষ্ঠ । মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) একটি হিসাব রক্ষার কাজে ব্যবহৃত প্রোগ্রাম। কম্পিউটারে ভিজ্যুয়ালী হিসাব-নিকাশ করার জন্য এই প্রোগ্রামটির জুড়ি নেই। এটি গ্রাফিক্যাল ইন্টারফেস সহজ হওয়ার কারণে যে কেউ এই প্রোগ্রামটি সহজে ব্যবহার করতে পারবেন। এটি মাইক্রোসফট কর্পোরেশনের তৈরিকৃত একটি স্প্রেডশীট প্রোগ্রাম। মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে বিভিন্ন জটিল,সরল , লজিক্যাল , গাণিতিক ও পরিসংখ্যান করা যায়। অন্যথায় স্প্রেডশীট শব্দের অর্থ ছড়ানো পাতা। এক্সেলের ফাইলকে ওয়ার্কবুক বলা হয়। প্রতিটি ওয়ার্কবুক কতগুলো শীটের সমন্বয়ে গঠিত।
ব্যস্ততার মুহূর্তে সময় বাঁচাতে শর্টকার্ট কি ব্যবহার ব্যবহার করতে পারেন। নিম্নে এক্সেলের বিভিন্ন কাজের শর্টকাট কি দেওয়া হলো।
অ্যারো কি: ডানে, বামে, ওপরে এবং নিচে কারসর নাড়াতে।
এটিও পড়ুন - Excel এর অত্যন্ত খুব দরকারি ১০ টি মেথড

ব্যস্ততার মুহূর্তে সময় বাঁচাতে শর্টকার্ট কি ব্যবহার ব্যবহার করতে পারেন। নিম্নে এক্সেলের বিভিন্ন কাজের শর্টকাট কি দেওয়া হলো।
অ্যারো কি: ডানে, বামে, ওপরে এবং নিচে কারসর নাড়াতে।
এটিও পড়ুন - ছাত্র-ছাত্রীদের অনলাইনে টাকা আয় করার সেরা ৬ টি উপায়শর্টকার্ট কী গুলি হল -
- Ctrl+Arrow : ডানে, বামে, ওপরে এবং নিচে লেখার শেষে কারসর যাবে।
- Ctrl+Home : ফিল্ড বা লেখার শুরুতে কারসর।
- Ctrl+End : ফিল্ড বা লেখার শেষে কারসর।
- Ctrl+Page Up : আগের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
- Ctrl+Page Down : পরের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
- Atl+Page Up : ডকুমেন্টের প্রথম কলামে অবস্থান করা।
- Atl+Page Down : ডকুমেন্টের শেষ কলামে অবস্থান করা।
- Atl+Enter : ফিল্ডে কারসর রেখে দুই ক্লিকের মাধ্যমে পরের লাইন তৈরি করা।
- Shift+TAB : পেছনের ফিল্ড থেকে প্রথম ফিল্ডে একেক করে যাওয়া।
- Ctrl+1 : ফন্ট, বর্ডার, নম্বর ইত্যাদির পরিবর্তন করা।
- Ctrl+2 : ফন্ট বোল্ড করা।
- Ctrl+3 : লেখাকে ইটালিক করা।
- Ctrl+4 : লেখা আন্ডারলাইন করা।
- Ctrl+5 : লেখার মাঝখান বরাবর কাটা দাগ (স্ট্রাইক থ্রু)।
- Ctrl+7 : স্ট্যান্ডার্ড টুলবার সরিয়ে দেওয়া।
- Ctrl+9 : কারসর যে ফিল্ডে আছে, তা মুছে ফেলা (রো ডিলিট)।
- Ctrl+0 : কলাম ডিলিট।
- Atl+F1 : ওয়ার্কশিটের সঙ্গে চার্টশিট যুক্ত করা।
- Atl+F2 : সেভ অ্যাজ।
- Ctrl+F3 : ডিফাইন ডায়ালগ বক্স খোলা।
- Ctrl+F4 : ফাইল বন্ধ করা।
- Ctrl+F5 : ফাইল নামসহ আদালা উইন্ডো।
- Ctrl+F8 : ম্যাক্রো তৈরির জন্য ডায়লগ বক্স খোলা।
- Ctrl+F9 : ফাইল মিনিমাইজ করা।
- Ctrl+F10 : ফাইল নামসহ আলাদা ইউন্ডো।
- Ctrl+F11: ওয়ার্কশিটের সঙ্গে ম্যাকরো শিট যুক্ত করা।
- Ctrl+F12 : ওপেন ডায়ালগ বক্স।
কম্পিউটার সংক্রান্ত তথ্য জানার থাকলে কমেন্ট করুন। আপনি তথ্য প্রযুক্তি গত নতুন তথ্য পেলে জানান। কম্পিউটার জগত সাইটে আপনিও একজন লেখক হতে পারেন, তবে আপনার ইমেল পাঠান । ভালো ও সুস্থ থাকুন ধন্যবাদ ।